নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট তৃণমূলের, উপস্থিত দুই সাংসদ শিশির-দিব্যেন্দু

নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট তৃণমূলের, উপস্থিত দুই সাংসদ শিশির-দিব্যেন্দু

কলকাতা: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল দেশের নতুন সংসদ ভবনের৷ কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন তৃণমূল কংগ্রেস সহ-২০টি রাজনৈতিক দল৷ কিন্তু, দলের নিষেধাজ্ঞা অমান্য করেই সংসদ ভবন উদ্বোধনে যোগ দেন শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী৷  

জানা গিয়েছে, শনিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা৷ রবিবার তাঁরা যোগ দেন অনুষ্ঠানে৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময়ও সারেন৷ এই ঘচনাক্রমের পর ফের একবার প্রশ্ন উঠল তাঁদের দল নিয়ে? কোন দলে আছেন শিশির-দিব্যেন্দু? 

তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংসদ শিশির অধিকারী। কাঁথি দক্ষিণ ও এগরার বিধায়কও ছিলেন দীর্ঘদিন। গত বিধানসভা ভোটের আগে ২০২০ সালে তাঁর পুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই বদলে যায় রাজনীতির অঙ্ক৷ শুভেন্দুর পদাঙ্ক অনুসরণ করে পদ্ম হাতে তুলে নেন ভাই সৌমেন্দুও। 

তবে দিব্যেন্দু অধিকারী বারবার বলেছেন, তিনি তৃণমূলেই আছেন। কিন্তু দলীয় সূত্রের খবর, অধিকারী পরিবারের এই দুই সাংসদের সঙ্গে কার্যত কোনও সম্পর্কই নেই তৃণমূলের৷ উল্টে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার বিধানসভায় ভোট না দিয়ে দিল্লি গিয়ে ভোট দিয়েছেন এই পিতা-পুত্র দুই সাংসদ। সেইসময় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘উনি শারীরিক ও মানসিকভাবে বিজেপির সঙ্গেই আছেন’।

২০০৯ সাল থেকে টানা তিনবার তৃণমূলের প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জয়ী শিশির। ছেলে দিব্যেন্দু আবার ২০১৬ সালে তমলুক লোকসভার উপনির্বাচন জিতে টানা দু’বার তৃণমূল সাংসদ হয়েছেন। এমনকী দু’জনই তৃণমূলের বিধায়কও ছিলেন।