চেয়ারম্যান পদ থেকে অপসারিত শিশির অধিকারী, দায়িত্ব বাড়ল পিতা-পুত্রের!

চেয়ারম্যান পদ থেকে অপসারিত শিশির অধিকারী, দায়িত্ব বাড়ল পিতা-পুত্রের!

707027734f84c3f6905a2429285e4678

 

তমলুক: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল৷ এবার সরাসরি তৈরি হল সংঘাত৷ রাজনৈতিক শিরোনামে ফের উঠে এল অধিকারী পরিবার৷ শুভেন্দুর দলবদলের পর এবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হল শিশির অধিকারীকে৷ তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিশির অধিকারী ছিলেন তৃণমূলের অন্যতম সৈনিক৷ এবার সেই সৈনিকের বিরুদ্ধে নেমে এল অপসারণের খাড়া৷

দীর্ঘ দিন ধরে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী৷ তাকে অপসারিত করে নতুন চেয়ারম্যান পদে আনা হয়েছে তৃণমূল নেতা অখিল গিরিকে৷ কিন্তু ঠিক কি কারণে এই অপসারণ? কেন নতুন চেয়ারম্যান পদে নিয়োগ? তা নিয়ে অবশ্য এখনও কিছু স্পষ্ট জানা যায়নি৷ তবে গোটা ঘটনার পিছনে যে রাজনৈতিক কারণ রয়েছে তা অবশ্য এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ জানা গিয়েছে, অখিল গিরিকে চেয়ারম্যান করার পাশাপাশি অখিল-পুত্র সুপ্রকাশ গিরিকে কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে৷ অন্যদিকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকে৷

0b8e13cee660c92f843c6e6c85690df5
বিজ্ঞপ্তি

দলবদলের পর শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি তাঁর বাড়িতেও পদ্ম ফুল ফোটাবেন৷ এরপর শুভেন্দু ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভা প্রশাসক পদ থেকে অপসারণ করা হয়৷ রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন ‘অধিকারীর বাড়ি’র ছোট ছেলে৷ সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন৷ রাজ্যের বিরুদ্ধে মামলা ঠুকে সৌমেন্দু অধিকারী দাদার হাত ধরে নাম লেখান বিজেপিতে৷ সৌমেন্দুর বাবা শিশির অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। শুভেন্দু-সৌমেন্দু-শিশির পর এবার চর্চা শুরু হয়েছে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে নিয়ে৷ তিনি এখনও তৃণমূলের টিকিটে সাংসদ পদে নির্বাচিত৷ তাঁর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারে দল? শান্তিকুঞ্জের দিকে তাকিয়ে রয়েছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *