সন্দেশখালির অশান্তিতে কাদের হাত? গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু

সন্দেশখালির অশান্তিতে কাদের হাত? গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু

shibu hazra

কলকাতা: তিনি সন্দেশখালির ‘নবাব’ শাহজাহান শেখের একনিষ্ঠ অনুগামী৷ তাঁর গ্রেফতারির দাবিতে লাঠি-ঝাটা হাতে পথে নেমেছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালি কাণ্ডে তিনি অন্যতম অভিযুক্ত৷ লুটপাট থেকে ধর্ষণ, ভেড়ি দখল, খামারে আগুন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ তবে তিনি এখন ‘নিখোঁজ! বেপাত্তা তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা৷ অথচ বুধবার গোপন ডেরা থেকে সংবাদমাধ্যমের মুখ খুললেন এই তৃণমূল নেতা। সন্দেশখালিতে অশান্তির দায় বিজেপি এবং সিপিএমের ঘাড়ে চাপালেন  শাহজাহান ঘনিষ্ঠ শিবু।

আড়াল থেকে তিনি বললেন, ‘‘সব অভিযোগ ভিত্তিহীন৷ এর পিছনে রয়েছে সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিংহের হাত। ওঁরাই মানুষকে উত্ত্যক্ত করছেন। আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কাচ্ছে। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’’ এখানেই থেমে থাকেননি তিনি৷ শিবু আরও বলেন, ‘‘নিরাপদ যখন বিধায়ক ছিল, তখন সন্দেশখালি৷ এখন ওরা ক্ষমতায় আসতে পারছে না, তাই মানুষকে উস্কানি দিচ্ছে।’’ মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গে উঠতেই তিনি বলেন,  ‘‘আমি কখনও কাউকে রাতে ডাকিনি। কেন ডাকব? দলের মিটিং থাকলে জানানো হত। তবে সেখানে থাকার জন্য কাউকে জোর করা হত না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =