এবার রাতের কলকাতায় পথে নামবে ‘শের’! নারী সুরক্ষায় তৎপর কলকাতা পুলিশ

এবার রাতের কলকাতায় পথে নামবে ‘শের’! নারী সুরক্ষায় তৎপর কলকাতা পুলিশ

b1a18da609619137ab7ab3b744997c24

কলকাতা: নারী সুরক্ষায় আরও তৎপর রাজ্য৷ রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া উদ্যোগ নিল পুলিশ৷ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আলিপুর চিড়িয়াখানার সামনে চালু করা হল সুপার কিয়স্ক। যার নাম দেওয়া হয়েছে  ‘শের’। এই কিয়স্কে সর্বদা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন৷ কোনও রকম বিপদ হলেই এখানে অভিযোগ জানানো যাবে৷ 

আরও পড়ুন- গোয়া থেকে ফিরেই রাস্তায় নামছেন মমতা-অভিষেক

দিন কয়েক আগে কলকাতার পুলিশ কমিশনার নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের সূচনা করেছিলেন। আর এবার কলকাতায় নারীদের সুরক্ষা নিশ্চিত করবে শের৷ প্রসঙ্গত, ক’দিন আগে আসানসোল থেকে কলকাতায় এসে এক পুলিশ কর্মীরই অভব্য আচরণের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে৷ কসবা থানায় এহেন অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে গোটা পুলিশ মহল৷ সেই কালো দাগ মুছতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ৷ রাতের অন্ধকারে তিলোত্তমায় যাতে কোনও মহিলার শ্লীলতাহানী না হয়, তা নিশ্চিত করতেই এই সুপার কিয়স্ক গড়ে তোলা হয়েছে৷ ‘শের’-এর উদ্বোধন করেন  কলকাতা পুলিশের  ডিসি সাউথ আকাশ মেঘারিয়া।  

কিয়স্ক উদ্বোধনের পর ডিসি সাউথ বলেন, ‘‘মহিলা তো বটেই, রাতের কলকাতায় কোনও নাগরিক কোনও রকম সমস্যার সম্মুখীন হলে এই কিয়স্কে এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। কিয়স্কে কলকাতা পুলিশের একজন অপারেটর উপস্থিত থাকবে। এই কিয়স্ক থেকে আলিপুর থানা বা লালবাজারে সরাসরি ভিডিও কল করে অথবা মেসেজে অভিযোগ জানানো যাবে। অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে।’ কিয়স্ক থেকেই নাগরিকরা সরাসরি লালবাজার কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *