share market
মুম্বই: ১৯ এপ্রিল বাজার খুলতেই জোর ধাক্কা সেনসেক্স ও নিফটি উভয় সূচকে। ইরান ইজরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি করেছে তাতে এশিয়ার বাজার এখন রেডজোনে। ব্যাপক প্রভাব ভারতীয় শেয়ার বাজারে৷ সকালে ৯.১৫-তে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৫৫০ পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছে বাজারে। ৭২০০০-এর নিচেই খোলে সেনসেক্স। তারপর ৬০০ পয়েন্ট পড়ে যায় এই সূচক। নেমে আসে ৭১,৮৯০ পয়েন্টে এবং নিফটি অন্যদিকে ২০০ পয়েন্ট কমে এসে দাঁড়িয়েছিল ২১,৭৯৫ পয়েন্টে। তবে এখন সেনসেক্স ৪০০ পয়েন্ট কমে ট্রেড করছে ৭২০০০-এর ঘরে। অন্যদিকে নিফটি ট্রেড করছে ২১,৮৬০ পয়েন্টে, কমেছে ০.৬২ শতাংশ।
ইরান ইজরায়েলের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বের বাজারেও। জাপানের বাজার সূচক নিক্কেই ২ শতাংশ পড়ে গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সূচক কোস্পি ১.৮ শতাংশ কমেছে, হংকংয়ের হ্যাংসেং ফিউচারও ১ শতাংশের বেশি পতন সয়েছে আজ পর্যন্ত। বিনিয়োগকারীদের মনে রয়েছে যুদ্ধের বড় ভয়৷