কংগ্রেসের আপত্তি উড়িয়ে মমতার হয়ে প্রচারের ব্যাটন ধরতে আসছেন মারাঠা ‘স্ট্রংম্যান’

কংগ্রেসের আপত্তি উড়িয়ে মমতার হয়ে প্রচারের ব্যাটন ধরতে আসছেন মারাঠা ‘স্ট্রংম্যান’

কলকাতা: নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে গুরুবারে প্রচারে গেরুয়া ঝড় তুলতে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ পিছিয়ে নেই ঘাসফুল শিবিরও৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসতে চলেছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার৷ কংগ্রেসের আপত্তি উড়িয়েই বঙ্গ ভোটে তৃণমূলের হয়ে ব্যাটন ধরতে আসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷ 

আরও পড়ুন-  BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কৌশলী পিকে! আমরা নিইনি, দাবি শাহের

মহারাষ্ট্রের এক সময় টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়েছিল এনসিপি-কংগ্রেস জোট৷ তবে সেই জটিল পরিস্থিতি কাটিয়ে আপাতত স্থিতিশীল জোট সম্পর্ক৷ কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী শিবিরে থাকা তৃণমূল কংগ্রেসের হয়ে শরদ পাওয়ারের ভোট প্রচারে আসার ঘটনাকে কেন্দ্র করে ফের পারদ চড়তে শুরু করেছে৷

  
জানা গিয়েছে ১ এপ্রিল ৩ দিনের সফরে বঙ্গে আসছেন এনসিপি নেতা৷ ওই দিনই রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের ভোট৷ মমতার হাত শক্ত করতে ইতিমধ্যেই তাঁকে সমর্থন জানিয়েছেন আরজেডি’র তরুণ তুর্কী তেজস্বী যাদব, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কর্ণাটকের জেডিএস-এর কুমারস্বামীও তৃণমূল নেত্রীর হয়ে ভোট প্রচারে আগ্রহ প্রকাশ করেছেন৷ সমর্থন জানিয়েছে শিবসেনাও৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গলা ফাটাতে আসছেন শরদ পাওয়ার৷ শাসক দলের হয়ে তাঁর সমর্থন বঙ্গ রাজনীতির বর্তমান পটভূমিকায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেই মনে করা হচ্ছে৷ 

বৃহস্পতিবার এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে জানান, ১ এপ্রিল থেকে টানা তিন দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিভিন্ন জায়গায় জনসভা করবেন শরদ পাওয়ার৷ তৃণমূল ভবনে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। হয়তো পাওয়ারের ভোকাল টনিকে দলীর কর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা প্রসারের কৌশল নিতে চাইছে তৃণমূল৷ রাজ্য রাজনীতিতে বিজেপি’র অভিষেক রুখতে শরদ পাওয়ারের এই প্রচার অভিযানকে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ তবে তিনি কোন কোন জায়গায় প্রচার করবেন সে এখনও সম্পর্কে কিছু জানানো হয়নি৷ 

আরও পড়ুন- একুশের ভোট যেন কোহলির ক্যাচ! নেট মাধ্যমে অভিনব প্রচার জোট শিবিরের

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শরদ পাওয়ারকে চিঠি লিখে রাজ্যে প্রচারে না আসার আর্জি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য৷ এর পিছনে উল্লেখযোগ্য কারণও রয়েছে৷ এনসিপি ইউপিএ জোটের অন্যতম শরিক৷ মারাঠা মুলুকে কংগ্রেসের সঙ্গে জোটেও রয়েছে শরদ পাওয়ারের দল৷ তবে প্রদীপবাবুর আপত্তি উড়িয়েই তণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসছেন শরদ পাওয়ার৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =