কবি প্রয়াণের ৮ দিনের মাথায় জীবনাবসান শঙ্খ-জায়ার

কবি প্রয়াণের ৮ দিনের মাথায় জীবনাবসান শঙ্খ-জায়ার

কলকাতা:  কিছু দিন আগেই প্রায়ত হয়েছিলেন কবি শঙ্খ ঘোষ৷ বাংলা সাহিত্যজগতে ঘটেছিল মহীরুহ পতন৷ ঠিক তার ৮ দিনের মাথায় জীবনাবসান হল প্রয়াত কবির স্ত্রী প্রতিমা ঘোষের৷ কোভিড আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনেই ছিলেন তিনি৷ 

আরও পড়ুন-মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীদের ভোটে বাধা, নিশানায় কংগ্রেস

আজ ভোর ৫টা নাগাদ মারা যায় প্রতিমা ঘোষ৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷ মাত্র ৮ দিন আগে গত বুধবার প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ৷ শেষ কয়েকদিন কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেই সঙ্গে কোভিড আক্রান্ত হয়েছিলেন কবি-জায়াও৷ শঙ্খবাবু চেয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে৷ কবির মৃত্যুর পর আরও অসুস্থ হয়ে পড়েন প্রতিমা দেবী৷ তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না৷ কবি শঙ্খ ঘোষের সঙ্গে ৬৫ বছরের দাম্পত্য জীবন তাঁর৷ তিনিও কলেজে অধ্যাপনা করেছেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁরা একসঙ্গেই বাংলা নিয়ে পড়াশোনা করেছিলেন৷ তাঁর ছিলেন সহপাঠী৷ প্রতিমাদেবী ছিলেন জলপাইগুড়ির মেয়ে৷ একাধিক বইও রয়েছে তাঁর৷ 
পরিবারের অন্যান্য সদস্যরাও কোভিড আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তিও রয়েছেন৷ কবির মৃত্যিুর ৮ দিনের মাথায় তাঁর স্ত্রীর মৃত্যুতে পরিবারের গভীর শোকের ছাড়া৷ সেই সঙ্গে কোভিড নিয়ে আতঙ্কিত গোটা পরিবার৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =