হেফাজতে থাকাকালীন বালুর হাতে কাগজ-কলম এল কোথা থেকে? প্রশ্ন শঙ্করের

হেফাজতে থাকাকালীন বালুর হাতে কাগজ-কলম এল কোথা থেকে? প্রশ্ন শঙ্করের

balu 

কলকাতা: ‘রেশন বন্টন দুর্নীতি’ মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কত টাকা লেনদেন করেছেন?’ ফের এই প্রশ্নের মুখোমুখি হতেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ইডির হাতে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’। তিনি বলেন, হেফাজতে থাকাকালীন কী ভাবে চিঠি লিখলেন জ্যোতিপ্রিয়, চিঠি লেখার জন্য কাগজ-কলমই বা কোথা থেকে পেলেন? তাঁর দাবি, তিনি কোনও ভাবেই রেশন ‘দুর্নীতি’র সঙ্গে যুক্ত নন।

ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ শনিবারই আদালতে তোলা হবে শঙ্করকে৷ তার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি দফতর থেকে বার করে নিয়ে যাওয়া হয় শঙ্করকে। তখনই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি কী ভাবে বালুর টাকার লেনদেন করেছিলেন তা নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে শঙ্কর বলেন, ‘‘আমরা কিছুই জানি না। এক পয়সাও নিইনি। এটা শুধুই অভিযোগ। এর কোনও প্রমাণ নেই।’’

তিনি আরও বলেন, ‘‘আমার কোনও মিল নেই, আমি রেশন ডিসট্রিবিউটরও নই। রেশন দুর্নীতির সঙ্গেও আমার কোনও যোগ নেই।’’ এর পরেই তাঁর প্রশ্ন, ‘‘হেফাজতে থাকাকালীন উনি (পড়ুন জ্যোতিপ্রিয়) কী ভাবে কলম পেলেন, কাগজ পেলেন, সেটা দেখা হোক। তা হলে সত্যিটা বোঝা যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =