‘চেহারার এ কী হাল হয়েছে তোমার’! শঙ্করের পায়ে লুটিয়ে পড়ে কান্না স্ত্রীর

‘চেহারার এ কী হাল হয়েছে তোমার’! শঙ্করের পায়ে লুটিয়ে পড়ে কান্না স্ত্রীর

573b121d2f6183a000044ea0dd6d3559

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। আপাতত তাঁর ঠিকানা সিজিও কমপ্লেক্স৷  আজ, শনিবার হেফাজত শেষে তাঁকে ইডির বিশেষ আদালতে তোলা হয়। স্বামীকে চোখের সামনে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন শঙ্কর-জায়া জ্যোৎস্না আঢ্য। হাই হাই করে কাঁদতে কাঁদতে স্বামীর পায়ের সামনে লুটিয়ে পড়েন তিনি। ডাকুর স্বাস্থ্যের হাল দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন তৃণমূল নেতার স্ত্রী। বলেন, “তোমাকে তো চেনাই যাচ্ছে না।” শঙ্করের পায়ের কাছে বসেই তিনি বলচে থাকেন, “হ্যাঁ গো তোমার চেহারার এ কী হাল হয়েছে। তোমাকে তো দেখে চেনা যাচ্ছে না।” শঙ্কর নীচু হয়ে স্ত্রীকে তোলেন। পরে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ 

এদিন অবশ্য শঙ্করের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি। বরং তাঁকে যাতে আরও ভালো চিকিৎসা দেওয়া হয়, সেই আর্জি জানান। আইনজীবী বলেন, “একটা কিডনি নেই। রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ বেশি। ওরা চিকিৎসা করিয়েছে। আমরা আরও ভাল চিকিৎসারও আবেদন জানাচ্ছি৷” সেই সঙ্গে তিনি বলেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক যে এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *