হার্টে ব্লকেজ, কিডনিতেও সমস্যা! জেলে মিলছে না চিকিৎসা, শুনে কী বললেন বিচারক?

হার্টে ব্লকেজ, কিডনিতেও সমস্যা! জেলে মিলছে না চিকিৎসা, শুনে কী বললেন বিচারক?

shankar adhya

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্যর বর্তমান ঠিকানা জেল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থা ভালো নয়৷ হার্টে ব্লকেজ রয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানের৷ শনিবার তিনি আদালতকে জানান, তাঁর হৃদ্‌যন্ত্রের একটি ধমনীতে ৫০ শতাংশ ব্লকেজ রয়েছে৷ কিন্তু, জেলে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না৷ চিকিৎসার জন্য যে মেডিক্যাল পরীক্ষাগুলি করানোর দরকার সেগুলি জেলের মধ্যে করা সম্ভব হচ্ছে না। যদিও শঙ্করের এই অভিযোগে এখনই আমল দেননি বিচারক। যদিও তঁর কথায় গুরুত্ব দেয়নি আদালত৷  (shankar adhya)

এদিন শঙ্কর আদালতে বলেন, ‘‘আমার কিডনির সমস্যা রয়েছে৷  হার্টের ৫০ শতাংশ ব্লক৷ অথচ প্রয়োজনীয় টেস্টগুলো জেলে হচ্ছে না।’’ উল্লেখ্য, এর আগেও অসুস্থতার কথা বলে জেলের বাইরে চিকিৎসা করানোর আর্জি জানিয়েছিলেন শঙ্কর। বলেছিলেন, বেসরকারি হাসপাতালে নিজের টাকা দিয়েই তিনি চিকিৎসা করাবেন। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি৷ শনিবার নতুন করে শঙ্করের আর্জি শোনার পর বিচারক বলেন, ‘‘আপনার সমস্যার কথা আগে জেলের চিকিৎসককে জানান। এর পরেও পর্যাপ্ত চিকিৎসা না পেলে আমাকে বলবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =