‘ব্যবধান বাড়ানোই লক্ষ্য’, ‘বাড়বেই, কারণ মানুষ নয় ভোট দিচ্ছে তৃণমূল’, ফিরহাদকে খোঁচা শমীকের

‘ব্যবধান বাড়ানোই লক্ষ্য’, ‘বাড়বেই, কারণ মানুষ নয় ভোট দিচ্ছে তৃণমূল’, ফিরহাদকে খোঁচা শমীকের

কলকাতা:  কলকাতা পুরভোট প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, কলকাতায় শান্তিপূর্ণ ও অবাধ ভোট হচ্ছে৷ বিরোধীরা নাটক করছে৷ নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোট করাচ্ছেন বলেও দাবি তাঁর৷ 

আরও পড়ুন- দেদার ছাপ্পা ভোট, বিরোধী এজেন্টদের মারধর, এক সারিতে বসে বিক্ষোভ বাম-বিজেপি-কংগ্রেসের

অন্যদিকে সাংবাদিক বৈঠকে এসে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পুলিশকে যে কাজ করতে বলা হয়েছে, সেই কাজই করছে৷ বোমায় যখম হয়ে একজনের পা ঝুলছে৷ অন্যজনের কোমর থেকে রক্ত পরছে৷ খান্না সিনেমার কাছ বোমা পড়েছে৷ অথচ পুলিশ বলছে এটা বোমা নয়, চকলেট বোমা হতে পারে৷ তাঁর কথায়, ভোটের নামে কলকাতা জুড়ে প্রহসন চলছে৷ পুলিশ আশ্বাস দিয়েছিল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে৷ তাদের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে৷ কেন্দ্রীবাহিনীর প্রয়োজন নেই৷ আজ প্রকৃত চিত্রটা উঠে এসেছে৷ বাংলার মানুষ জানে যে পুলিশ দিয়ে অবাধ নির্বাচন সম্ভব নয়৷ সে জন্যেই বুথের সামনে মানুষের ভিড় নেই৷ অথচ ভোটের হার লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে৷ 

ফিরহাদ হাকিম এদিন এও বলেন, আমাদের লক্ষ্য হল আগের বারের চেয়ে এবারে ব্যবধান বাড়িয়ে নেওয়া৷ ৯০ শতাংশ মানুষ যেন আমাকে সমর্থন করেন৷ এর জবাবে এদিন শমীকবাবু বলেন, উনি আগে দেখুক মুখ্যমন্ত্রীর উপনির্বাচনে ৯০ হাজার মানুষ কেন ভোট দিতে নামলেন না? ৩৮ হাজার মানুষ যাঁরা তার আগে ভোট দিয়েছিলেন, তারা কেন উপনির্বাচনে অনুপস্থিত থাকলেন? সেই উত্তরটা মানুষের সামনে গিয়ে দিক৷ তিনি আরও বলেন, ব্যবধান তো বাড়বেই৷ কী ভাবে ভোট হচ্ছে মানুষ সেটা দেখতেই পাচ্ছে৷ ভোটটা মানুষ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =