shahjahan
কলকাতা: সোমবার কলকাতা হাই কোর্ট জানায়, শেখ শাহজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে কোনও পুলিশি বাধা নেই৷ প্রধান বিচারপতির এই মন্তব্যের পরেই তৃণমূল কংগ্রেসের দাবি, কোর্টের নির্দেশের কারণেই এতদিন শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ। এতদিনে সেই ‘জট’ কেটেছে। সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শাহজাহান৷
প্রসঙ্গত গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শাহজাহানের গ্রেফতারির পথে ‘অন্তরায়’ আদালত। কোর্টই পুলিশের হাত-পা বেঁধে রেখেছে। এর পরে রবিবার মহেশতলার সভা থেকেও একই কথা বলেন তৃণমূলের সেনাপতি। এই নিয়ে জলঘোলা হওয়ার পর সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘স্পষ্ট ভাবে বলছি, শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ জারি হয়েছিল। পুলিশকে বলা হয়নি যে, গ্রেফতার করা যাবে না।’’