এখনও বেপাত্তা শাহজাহান, পুলিশের বিরুদ্ধে ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ আনল ইডি

এখনও বেপাত্তা শাহজাহান, পুলিশের বিরুদ্ধে ‘কমজোরি ধারা’ দেওয়ার অভিযোগ আনল ইডি

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

shahjahan sheikh

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে পা রেখে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকদের৷ সন্দেশখালির ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন৷ রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তা দিয়েছেন। তার ২৪ ঘণ্টা পেরনোর পরও অধরা সন্দেশখালি-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহান৷ তাঁর নাগাল পেল না পুলিশ। উল্টে, শুক্রবারের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে যে সব ধারা দেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠে গেল৷ এই ধারায় গ্রেফতার করা হলেও কতক্ষণ তাঁকে ধরে রাখতে পারবে, সেটাই বড় প্রশ্ন৷ পুলিশ সন্দেশখালি মামলায় ‘কমজোরি ধারা’ দিয়েছে বলেই অভিযোগ ইডি-র৷ 

এরই মধ্যে সোমবার রাতে কলকাতায় পৌঁছন ইডি-র ডিরেক্টর হুল রাহুল নবীন৷ মঙ্গলবার সকাল থেকেই অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি৷ ওই বৈঠকে উঠেছে শাহজাহানের প্রসঙ্গ। তাঁর খোঁজে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর প্রসঙ্গেও আলোচনা হয়েছে। ইডির এক কর্তা জানান, কোথায় কোথয়া শাহজাহানের ডেরা রয়েছে, বাংলাদেশ সীমান্তে কী ভাবে তাঁর নানা অবৈধ ব্যবসা চলছে, সে সব বিষয়েও খোঁজ নিয়েছেন ইডি-র ডিরেক্টর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *