‘গ্রেফতার না করলে হাজিরা দেব’, শাহজাহানের আর্জি শুনে বলল, বিষয়টা ‘কলা খাইনি’র মতো

‘গ্রেফতার না করলে হাজিরা দেব’, শাহজাহানের আর্জি শুনে বলল, বিষয়টা ‘কলা খাইনি’র মতো

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

shahjahan sheikh

কলকাতা: এক মাস হতে চলল এখনও নিখোঁজ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ৷ এদিকে, তাঁর গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি৷ এরই মধ্যে আদালতের কাছে তাঁর আর্জি, তাঁকে গ্রেফতার করা হবে না, এমন নিশ্চয়তা দেওয়া হোক৷  

সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সন্দেশখালির তৃণমূল নেতার৷ কিন্তু, এদিনও তিনি হাজিরা দেননি৷ এই নিয়ে তৃতীয় বার সমন এড়ান শাহজাহান। তবে আইনজীবী মারফত আদালতে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। আদালতে গ্রেফতার না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন। শাহজাহানের বক্তব্য, ইডি যদি তাঁকে গ্রেফতার করবে না বলে নিশ্চয়তা দেয়, তা হলেই তিনি হাজিরা দেবেন।  এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি যাতে তাঁকে সমন না পাঠায় সেই আর্জিও জানানো হয়েছে৷ 

এদিন বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন তাঁর মক্কেল ইডির তলবে সাড়া দিচ্ছেন না? জবাবে তিনি বলেন, ‘‘শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ আনা হয়েছে৷ আমার মক্কেলকে প্রভাবশালী, মন্ত্রী ঘনিষ্ঠ৷ তাঁকে আগাম জামিনও দেওয়া হচ্ছে না। তাই তিনি গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন।’ জবাবে ইডির আইনজীবী বলেন, ‘‘এটা তো খানিকটা ‘ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি’-র মতো বিষয়৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =