গৃহবন্দি গোটা দেশ, তবুও শাহিনবাগ আছে শাহিনবাগে! এখনও জারি লড়াই

গৃহবন্দি গোটা দেশ, তবুও শাহিনবাগ আছে শাহিনবাগে! এখনও জারি লড়াই

নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে শাহিনবাগ থেকে উঠেছিল বিদ্রোহের ঝড়৷ বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতেও সেই শাহিনবাগ আজও লড়াই করছে জোড়া সমস্যার বিরুদ্ধে৷ নাগরিক আইনের বিরুদ্ধে যেমন তাঁদের প্রতিবাদ জারি, ঠিক তেমনি করোনার বিরুদ্ধেও লড়াই চলছে বলে শাহিনবাগেও দেওয়া হয়েছে পোস্টার৷ তবে জনতা কার্ফুর দিনে শাহিনবাগের বিদ্রোহীমঞ্চ ছিল কার্যত ফাঁকা৷

আজ দেশজুড়ে জনতা কার্ফুয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করছে গোটা দেশ৷ বন্ধ বাজার-ঘাট৷ শহর থেকে গ্রাম, গৃহবন্দি গোটা দেশ৷ তবে শাহিনবাগ আছে শাহিনবাগেই৷

করোনা রুখতে জনতা কার্ফুয়ের জন্য আজ শাহিনবাগের বিদ্রোহী মঞ্চে মাত্র ৩-৪ জনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷ নাগরিক আইনের প্রতিবাদে তাঁদের প্রতিবাদ যেমন জারি রয়েছে, ঠিক তেমনি তাঁরাও চান, করোনা সঙ্গে লড়াই করতে৷ তিন থেকে চারজন মহিলা আজও দিনভর পোস্টার হাতে তাদের প্রতিবাদ জানিয়েছেন৷ গোটা দেশ যখন গৃহবন্দি, তখন শাহিনবাগ এখনও লড়াই টিমটিম করে জ্বালিয়ে রেখেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =