রাহুল-রাজ-মোহন থেকে কবীর, ৫৬-য় মন ছুঁয়ে যাওয়া শাহরুখের ৫ ছবি

রাহুল-রাজ-মোহন থেকে কবীর, ৫৬-য় মন ছুঁয়ে যাওয়া শাহরুখের ৫ ছবি

624e53deeda4a41c0464fd209d2a5a11

মুম্বই:  শাহরুখ খানের নাম উঠলেই মনে পড়ে যায় কুছ কুছ হোটা হ্যা, দিল তো পালগ হ্যায় কিংবা ডিডিএলজি’র কথা৷  তিনি যে ‘কিং অফ রোম্যান্স’। লাখো হৃদয়ের মাঝে তাঁর বাস৷ আজ সেই বলিউড বাদশা’র জন্মদিন৷ ৫৬-য় পা দিলেন কিং খান৷ গত তিন দশকে বলিউডকে উজার করে দিয়েছেন তিনি৷ একের পর এক হিট ছবি করেছেন৷ তারই মধ্যে রইল শাহরুখ অভিনীত সেরা পাঁচের তালিকা৷

আরও পড়ুন- ৫৬-য় পা কিং খানের, আরিয়ানের জন্য বদলে গেল জন্মদিনের প্ল্যান

Srk

ডর- এই ছবিতে নায়ক নয়, তিনি ছিলেন খলনায়ক৷ সেই চরিত্রেই দর্শক মনে দাগ কেটে গিয়েছিলেন তিনি৷ ‘ডর’-এ নায়ক ছিলেন সানি দেওল৷ নায়িকা জুহি চাওলা৷ কিন্তু এই ছবিতে হিরো-হিরোইনের রোম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন অ্যান্টি হিরোর চরিত্রটি৷ গোটা ছবির লাইম লাইট কেড়ে নিয়েছিলেন কিং খান৷ এই ছবিতে তাঁর সংলাপ ‘ক..ক..ক..ক..কিরণ’ তখন ঘুরেছে মানুষের মুখে মুখে৷ 

ডিডিএলজি

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে- ইন্ডিয়ান সিনেমায় ইতিহাস তৈরি করেছে এই ছবি৷ আসমুদ্র হিমাচল ভারতীয় দর্শকের মন জুড়ে ডিডিএলজি৷ এই ছবিতে শাহরুখ অভিনীত ‘রাজ’ চরিত্রটি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে দর্শকের মনে৷ সিমরন (কাজল অভিনীত চরিত্র)-এর প্রতি রাজের ভালোবাসা আজ মাইলস্টোন৷ প্রত্যেক মেয়ে চায় রাজের মতো প্রেমিক পেতে৷ আর প্রত্যেক ছেলেই নিজেকে বসাতে চায় রাজের জায়গায়৷ 

কুছ কুছ

কুছকুছ হোয়া হ্যায়- ১৯৯৮ সাল৷ মুক্তি পায় শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি কুছ কুছ হোতা হ্যায়৷ যা আরও একবার ঝড় তোলে ভারতীয় সিনে দুনিয়ায়৷ নতুন করে শাহরুখ জ্বরে আক্রান্ত হয় গোটা দেশ৷ প্রেমের বুনিয়াদ যে বন্ধুত্ব, তা বুঝিয়ে দিয়েছিলেন বাদশা৷ রাজের পর রাহুল হয়ে ফের দর্শকের মনে গাঁথা হয়ে যান শাহরুখ৷ তাঁর অভিনীত এই ছবি ‘কাল্ট’ তকমা ছিনিয়ে নিতে বেশি সময় নেয়নি৷ 

swadesh

স্বদেশ- স্বদেশ ছবিতে ভিন্ন স্বাদ উপহার দিয়েছিলেন শাহরুখ খান৷ সমালোচকদের কাছে এটা তাঁর অভিনয় জীবনের সেরা পারফরম্যান্স৷ যে ছবি দেখে তারিফ করেছিলেন খোদ শাহেনশা বিগ বি৷ ‘মোহন ভার্গভ’-এর প্রশংসার পঞ্চমুখ হয়েছিলেন তিনি৷ নাসার এক বিজ্ঞানী কী ভাবে মাটির টানে দেশে ফিরে আসে, কী ভাবে মানুষের মনে গান্ধীবাদ প্রতিষ্ঠা করে এটাই ছিল স্বদেশের মূল কাহিনী৷  

চাক দে ইন্ডিয়া

চাক দে ইন্ডিয়া- কবীর খান৷ যা আরও একবার ঝড় তুলে যায় দর্শক মনে৷ শাহরুখের সেই ‘৭০ মিনিট’ –এর সংলাপ আজও খেলার মাঠের ভোকাল টনিক৷ অলিখিত ভাবে এই ছবির গান যেন খেলার মাঠের জাতীয় অ্যান্থেম৷ হকি কোচ কবীর খান চরিত্রে শাহরুখের অভিনয়ে ভাষা হারিয়েছিলেন অতি বড় সমালোচকরাও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *