নাকে মারাত্মক চোট, ঝরঝর করে পড়ছে রক্ত, আমেরিকায় শুটিং সেটে আহত শাহরুখ

নাকে মারাত্মক চোট, ঝরঝর করে পড়ছে রক্ত, আমেরিকায় শুটিং সেটে আহত শাহরুখ

লস অ্যাঞ্জেলস:  লস অ্যাঞ্জেলেসে চলছিল ছবির শুটিং৷ অভিনয় করার সময় সেটেই দুর্ঘটনার কবলে পড়লেন শাহরুখ খান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে৷ সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে৷  জানা গিয়েছে হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে তাঁর।

শুটিং ফ্লোরে আচমকাই ঘটে অঘটন৷ অভিনয় করতে গিয়েই নাকে গুরুতর চোট পান শাহরুখ। নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে। সূত্রের খবর,অস্ত্রপচারের পর পরিস্থিতি এখন স্বাভাবিক৷  চিন্তার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে।  অস্ত্রোপচারের পর দেশে ফিরে এসেছেন কিং খান। বর্তমানে নিজের বাড়ি মন্নতে রয়েছেন অভিনেতা। নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাঁকে দেখা গিয়েছে৷  

 

বেশ কয়েক দিন ধরেই শুটিংয়ের কজে দেশের বাইরে রয়েছেন শাহরুখ। লস অ্যাঞ্জেলেসে চলছিল ছবির শুটিং। যদিও কোন ছবির সেটে দুর্ঘটনাটি ঘটে, তা জানা যায়নি। শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে খবর, সেটে আচমকা নাকে আঘাত পান শাহরুখ। নাক দিয়ে শুরু হয় রক্তক্ষরণ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা ছোট অস্ত্রোপচারও করা হয়৷ আপাতত নাকে ব্যান্ডেজ বাঁধা  রয়েছে তাঁর। অনেকটা ঠিক তাঁর আসন্ন সিনেমা ‘জওয়ান’-এর পোস্টারে থাকা ছবির মতো৷ যদিও শাহরুখের টিমের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ছবি৷ রোম্যান্সের খোলস ঝেরে ফেলে  অ্যাকশনেই মন দিয়েছেন বাদশা। ‘পাঠান’-এর পর আসন্ন তাঁর প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেটিও পুরোদস্তুর অ্যাকশন মুভি৷ জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। চলছে অল্প বিস্তর প্যাচ শুট। সেই রকমই কোনও দৃশ্যে শুট করার জন্যেই শাহরুখ আমেরিকা উড়ে গিয়েছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =