মন্ত্রী পরেশের খোঁজে টর্চ হাতে পথে এসএফআই, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র মিন্টোপার্ক

মন্ত্রী পরেশের খোঁজে টর্চ হাতে পথে এসএফআই, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র মিন্টোপার্ক

783cd556295021ffc23f374eb976a48f

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে পথে নেমেছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ বুধবার সন্ধ্যায় তাদের নিজাম প্যালেস অভিযান ঘিরে ধুন্ধুমার৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত মিন্টো পার্ক৷ ছাত্রনেতাদের টেনে হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও টর্চ জ্বালিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজে বেড়ালেন এসএফআই নেতা-কর্মী ও সমর্থকেরা। 

আরও পড়ুন- নিয়োগ বিতর্কের মাঝেই পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

এসএসসি মামলায় হাজিরা দিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি নিজাম প্যালেসে ঢোকার পরই এসএফআইয়ের মিছিল মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসের দিকে এগোতে থাকে। মিছিলের সামনের সারিতেই ছিলেন সৃজন ভট্টাচার্য, আতিফ নিসারের মতো ছাত্রনেতারা। মিন্টো পার্কের কাছে  তাঁদের মিছিল আটকায় পুলিশ৷ শুরু হয় ধস্তাধস্তি। একের পর এক এসএফআই কর্মী-সমর্থকদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘সৃজন, দেবাঞ্জন, আতিফ-সহ আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করেছে। পুলিশ দিয়ে, লাঠি মেরে আমাদের আটকানো যাবে না। স্বচ্ছ নিয়োগের দাবি তুললে সরকার এ রকম ব্যবহার করছে!’’