DA বাড়ছে কেন্দ্র সরকারি কর্মচারীদের! জানুন বিস্তারিত

DA বাড়ছে কেন্দ্র সরকারি কর্মচারীদের! জানুন বিস্তারিত

নয়াদিল্লি: ভ্যাকসিনের আশ্বাসে দেশ জুড়ে করোনার আতঙ্ক এখন অনেকটাই কম। নুইয়ে পড়া অর্থনীতিকে ফের সচল করতে তাই এবার সচেষ্ট হয়েছে কেন্দ্র সরকার। কিছুদিন আগেই দেশের নানা প্রান্তে একাধিক সরকারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে। এবার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্যও শুরু হল প্রস্তুতি।

করোনা আবহে গত বছর কেন্দ্র সরকারের অধীনস্থ কোনো কর্মচারীর ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পায় নি। ২০২০ সালের সেই বকেয়া চার শতাংশ ডিএ এবার পেতে চলেছেন, এমনটাই আশা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অবশ্য সরকারের তরফে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয় নি। সম্প্রতি সামনে আসা কিছু আনঅফিসিয়াল রিপোর্টের ভিত্তিতেই ডিএ বৃদ্ধির জন্য আশায় বুক বেঁধেছেন কর্মীরা।

রিপোর্টের সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী জুলাই মাসের মধ্যে বাকি চার শতাংশ ভাতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে ১৭% ডিএ-তেই আটকে রয়েছে কর্মীদের বেতন। করোনা পরবর্তী সময়ে চারিদিকে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে বলেই ডিএ বৃদ্ধির কথা ভাবা হচ্ছে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে।

কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের (Seventh Pay Commission) সুপারিশ অনুযায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধির এই সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ৪৮ লক্ষ কর্মচারী কেন্দ্র সরকারের অধীনে কাজ করেন। এছাড়া প্রায় ৬৫ লক্ষ ২৬ হাজার পেনশনভোগী মানুষও রয়েছেন বর্দ্ধিত ভাতার তালিকায়। ডিএ বৃদ্ধি পেলে বর্তমানে ১৭ শতাংশের পরিবর্তে তা হয়ে দাঁড়াবে ২১ শতাংশ।

এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পেনশন সিস্টেমের (NPS) আওতাভুক্ত সমস্ত কর্মচারীদের জন্য ক্ষতিপূরণ বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র সরকার। নতুন বছরের শুরুর দিনই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রতিবন্ধী কর্মচারী দায়িত্ব পালনে অক্ষম তাঁরাও এই নতুন নির্দেশনার আওতায় আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *