কলকাতা: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন কবি শঙ্খ ঘোষ৷ আজ তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাঁর চিকিৎসা৷ অন্যদিকে, বাংলা ফুটবলের প্রবাদপ্রতিম কোচ পি কে বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে৷
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসনালীতে সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতলে৷ চলছে তাঁর চিকিৎসা৷ কবি শঙ্খ ঘোষের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ মেডিসিন বিশেষজ্ঞ সি কে মাইতির তত্ত্বাবধানে কবি শঙ্খ ঘোষের চিকিৎসা চলছে বলে সূত্রের খবর৷
আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ কবি শঙ্খ ঘোষকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷ চলছে পর্যবেক্ষণ৷ করা হয়েছে বেশ কিছু পরীক্ষা৷ এরপর মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷
বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ৷ সোমবার একটু সুস্থ বোধ করেন কবি৷ নিজেই কিছুক্ষণ চলাচল করেন৷কিন্তু গত রাত থেকেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে৷ আজ শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷
২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পান কবি শঙ্খ ঘোষ৷ মহাশ্বেতা দেবীর পর তিনি দ্বিতীয় বাঙালি হিসাবে এই স্বীকৃতি পান৷ একজন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও খ্যাতিমান এই কবি৷ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কারও পেয়েছেন তিনি৷ শঙ্খ ঘোষের খ্যাতি ভারতজোড়া৷ যাদবপুর, বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন প্রথিতযশা এই সাহিত্যিক৷ তাঁর সেরা গ্রন্থগুলির মধ্যে অন্যতম মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ,ওকাস্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি৷