TRP কেলেঙ্কারি: গ্রেফতার রিপাবলিক টিভির আরও একজন!

টিআরপি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভি আরো একজন গুরুত্বপূর্ণ সদস্য।

মুম্বই: সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা রিপাবলিক টিভির। কিছুদিন আগেই ২০১৮ সালের এক মামলার প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন তাদের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। এবার টিআরপি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভি আরো একজন গুরুত্বপূর্ণ সদস্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, রিপাবলিক চ্যানেলের ডিস্ট্রিবিউশন হেড জ্ঞানশ্যাম সিংকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, এদিন সকাল ৭.৩০ নাগাদ নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

চ্যানেলের টিআরপি রেটিং নিয়ে কারসাজির অভিযোগে দুটি চ্যানেলের মালিককে গ্রেপ্তার করার পাশাপাশি রিপাবলিক টিভি ডিরেক্টরদের শমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। একইসঙ্গে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারা নিজেদের এলাকার একাধিক বাসিন্দাদের নির্দিষ্ট খবরের চ্যানেল চালিয়ে রাখতে ঘুষ দিত, এমনকি তারা বাড়িতে না থাকলেও ওই চ্যানেল টিভিতে চালিয়ে রাখতে বলত বলে জানা গিয়েছিল। এর জন্য মোটা টাকা ঘুষ দেওয়া হত বলে জানা গিয়েছে। রিপাবলিক টিভিকে শমন পাঠানো ছাড়াও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা দুটি মারাঠি চ্যানেল ফাক্ত মারাঠি ও বক্স সিনেমা চ্যানেলের মালিক। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ও‌ ৪২০ ধারায় গ্রেফতার করা হয়েছিল তাদের। তবে মুম্বই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিল রিপাবলিক টিভি কর্তৃপক্ষ। তাদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, মুম্বই পুলিশের বিরুদ্ধে তারা মানহানির মামলা করবে। এক্ষেত্রে নিজের বক্তব্য পেশ করেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীও। তিনি স্পষ্ট জানান, মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা একেবারেই ভিত্তিহীন। এর ফলে তাদের রেপুটেশন নষ্ট হয়েছে, যার কারণে তারা মুম্বই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করবে। একইসঙ্গে, রিপাবলিক টিভি কর্তৃপক্ষের কাছে মুম্বই পুলিশকে ক্ষমা চাইতে বলা হয়েছিল।

যদিও, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ এখন নিজেই জেলে রয়েছেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী।২০১৮ সালের এক আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গত রবিবার এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে অর্ণব গোস্বামীকে নিকটবর্তী জেলে শিফ্ট করা হয়। মুম্বই পুলিশের বক্তব্য, নিয়ম লঙ্ঘন করে তিনি কোয়ারেন্টাইন সেন্টারে মোবাইল ব্যবহার করেছিলেন। জেলে নিয়ে যাবার সময়ই অর্ণব গোস্বামী মুম্বই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাকে তারা শারীরিক নিগ্রহ করেছেন। এমনকি তার জীবন সংকটে রয়েছে বলেও দাবি করেন সাংবাদিক। তবে, এরইমধ্যে জামিন আবেদন খারিজ হয়ে গেছে তাঁর। আপাতত জেলে থাকতে হবে রিপাবলিক টিভির সঞ্চালক কথা সাংবাদিক অর্ণব গোস্বামীকে। বোম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। এদিন তা খারিজ করে দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =