নয়াদিল্লি: এটা ছিল মোদী সরকারের ‘ড্রিম প্রজেক্ট’৷ বন্দে ভারত আসার আগে দেশবাসীর মধ্যে উৎসাহের খামতি ছিল না৷ কেমন দেখতে হবে এই ট্রেন, কী কী সুবিধা থাকবে ইত্যাদি৷ সে সবের উত্তর এখন প্রায় সকলেরই জানা৷ ইতিমধ্যেই দেশের ২৫টি রুটে বন্দে ভারত স্বমহিমায় ছুটে চলেছে। তবে এত দিন যে রঙে এই ট্রেনকে দেখতে অভ্যস্ত ছিল দেশবাসী, তার চেয়ে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে এই সেমি হাই স্পিড ট্রেনকে৷
এই মুহূর্তে যে ক’টি বন্দে ভারত দেশে রয়েছে, সেগুলির প্রত্যেকটিরই রং সাদা এবং নীল। তবে এ বার আর সাদা-নীল নয়, বরং গেরুয়া রং ‘গায়ে মেখে’ ছুটবে দেশের ২৮তম ‘সেমি হাই স্পিড’ এই ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন বন্দে ভারতের একটি ছবি টুইট করেছেন। তাতে দেখা গিয়েছে নতুন বন্দে ভারতের রং সাদা-গেরুয়া। আগামী দিনে সাদা-নীলের বদলে সব বন্দে ভারতের রঙই গেরুয়া করা হবে কি না, সে বিষয়টি রেলের তরফে স্পষ্ট করা হয়নি৷
Inspected Vande Bharat train production at ICF, Chennai. pic.twitter.com/9RXmL5q9zR
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) July 8, 2023
তবে দেশের ২৮তম বন্দে ভারতের রং যে বদলে যাচ্ছে তা নিশ্চিত। কিন্তু হঠাৎ কেন গেরুয়া? এ প্রসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে আপাতত পরীক্ষামূলক ভাবে এই রং বদলানো হচ্ছে বলেই রেল সূত্রে খবর। শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-তে নতুন ট্রেন পরিদর্শনে গিয়েছিলেন খোদ রেলমন্ত্রী। পাশাপাশি দক্ষিণ রেলের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি।