নন্দীগ্রাম: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোট উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। সেই বিষয়ে কথা বলতে গিয়ে বচসার আসল কারণ ব্যাখ্যা করার পাশাপাশি নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তিনি। তাঁকে কটাক্ষ করলেন, ‘মিথ্যে অধিকারী’ বলে।
এদিন সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা প্রতিনিধি হিসেবে নন্দীগ্রামের একাধিক বুথে ঘুরে বেড়ান শেখ সুফিয়ান। তবে মহম্মদপুরে বুথে প্রবেশ করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এই ব্যাপারে সুফিয়ান জানিয়েছেন, প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না তাঁকে, বলা হচ্ছিল তাঁর নাকি অধিকার নেই। কিন্তু খানিকক্ষণ তর্কাতর্কির পর অবশেষে তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করেন। এর পরেই তিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে মন্তব্য করেন, তিনি মিথ্যে অধিকারী, সারা জীবন মিথ্যে কথা বলে একটা জায়গা করেছেন নিজের।
এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর পর অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসানীর ফলে ভয়ে আত্মহত্যা করেছেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুফিয়ান জানান, এটা চরম মিথ্যে আর বানানো কথা, যার কথা বলা হচ্ছে তিনি সিপিএমের লোক ছিলেন বিজেপির নয়, আর সামান্য হুমকিতে কেউ এরকম ভাবে আত্মহত্যা করে না। এই ভাবে মিথ্যে কথা বলা বিজেপির পক্ষেই সম্ভব কারণ এখানে একজন ‘মিথ্যে অধিকারী’ আছে; সারা জীবন মিথ্যে কথা বলে বলে একটা জায়গা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর, এই মন্তব্য করেন শেখ সুফিয়ান। এর পাশাপাশি তিনি পাল্টা দাবি করে বলেছেন, নন্দীগ্রামের অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারেনি খোদ বিজেপি, তাই হারের ভয়ে এখন রাম-রাম করছে, মৃত্যুর রাজনীতি করছে।