ফিট না হলে স্টেডিয়ামে কী করছে? রোহিতের বাদ পড়া নিয়ে প্রশ্ন সেওয়াগের

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণার পরেই বিতর্কে সৃষ্টি হয়েছে।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণার পরেই বিতর্কে সৃষ্টি হয়েছে। কারণ দলে জায়গা পাননি ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। চোটের কারণে তাঁকে এবং ইশান্ত শর্মাকে বাদ দেওয়া হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন নির্বাচকরা। যদিও এতে বিতর্ক কিছু কমেনি। কারণ ভারতীয় দল ঘোষণার পরের কিছুসময়ের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার অনুশীলনরত ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এতেই বিতর্কে সৃষ্টি হয়েছে। রোহিত শর্মার বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকারা। তার মধ্যে অন্যতম বীরেন্দ্র সেওয়াগ।

সেওয়াগ বলছেন, যদি কোন প্লেয়ারের সত্যিই গুরুতর চোট থাকে তাহলে তাকে যে কোনো নির্বাচকরা জাতীয় দলে নির্বাচিত করবে না। এতে কোন সন্দেহ নেই। কিন্তু দেখে মনে হচ্ছে না রোহিতের চোট গুরুতর,  তাহলে তাকে কেন অস্ট্রেলিয়া সফরের জন্য জাতীয় দলে সুযোগ দেওয়া হল না তা বোঝা যাচ্ছে না। ও যদি ফিট না হয়, তাহলে স্টেডিয়ামের ভিতরে কি করছে? প্রশ্ন তোলেন সেওয়াগ।

তিনি আরো বলেন, যদি রোহিত শর্মার চোর সত্যিই গুরুতর হয় তাহলে তার আইপিএল টিম মুম্বই ইন্ডিয়ান্সের এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া উচিত। একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্র্যাকটিস করছেন। যদি সত্যিই তিনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে নিজের চিকিৎসা করিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া উচিত। কিন্তু তাঁকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে।

রোহিত শর্মার বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন আরো এক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলছেন, রোহিত শর্মার চোট নিয়ে আরো স্বচ্ছতা আশা রাখেন ভারতীয় সমর্থকরা। তারা কিছুতেই বুঝতে পারছেন না কেন রোহিতকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হচ্ছে না। তার বাদ পড়ার বিষয়ে নির্বাচকরা যে ব্যাখ্যা দিয়েছেন তা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব নয়। নির্বাচকদের উচিত ভারতীয় সমর্থকদের কাছে ব্যাপারটি আরো স্বচ্ছতার সঙ্গে পরিবেশন করা।

উল্লেখ্য, আগামী অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়েছে কে এল রাহুলকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =