security
কলকাতা: সপ্তাহান্তে দিল্লিতে শুরু হচ্ছে জি২০ সম্মেলন৷ সস্ত্রীক ভারতে আসার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের৷ কিন্তু মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিড পজেটিভ হওয়ায় তিনি আসতে পারছেন না৷ তবে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট৷ হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আজ, বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। শুক্রবার দিল্লিতে অবতরণ করবে তাঁর বিমান৷ জানা গিয়েছে, আমেরিকা থেকে উড়ে আসছে প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্ট’। দিল্লির রাজপথে এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়়িতে চেপেই ভ্রমণ করবেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, প্রেসিডেন্টের গাড়িটি আনা হবে একটি বোয়িং বিমানে৷
উল্লেখ্য, ‘দ্য বিস্ট’ হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ গাড়ি৷ এটি বুলেট প্রুফ৷ এছাড়াও এই গাড়িটি সব সময় বাইডেনের নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকে। দিল্লিতেও তাঁর গাড়ির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এই মুহূর্তে বাইডেনের ভারত সফর ঘিরে চরম ব্যস্ততায় দিল্লি৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন আধিকারিকরা। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না মোদী সরকার৷
শুধু রাজপথেই নয়, বাইডেন ভারতে থাকাকালীন দিল্লির উপর আকাশ পথেও কড়া নজর রাখা হবে৷ আকাশে ক্রমাগত চক্কর কাটবে বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনীর চপার। এই হেলিকপ্টারগুলিতে থাকবে সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কমান্ডোরা৷ দিল্লির বহুতল ভবনগুলিতে মোতায়েন থাকবেন এনএসজি এবং সেনা স্নাইপাররা৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে দিল্লি পুলিশও। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জায়গায় অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হবে৷ যা ড্রোন চলাচলে বাধা দেবে।
বাইডেন এবং আমেরিকার থেকে আসা অন্যান্য প্রতিনিধিদের থাকার জন্য আইটিসির একটি বিলাসবহুল হোটেলের বন্দোবস্ত করা হয়েছে৷ বাইডেন এবং তাঁর প্রতিনিধি দলের জন্য হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। বাইডেন থাকবেন ১৪ তলায়। তাঁর স্যুটে যাওয়ায় অনুমতি পাবেন বিশেষ কয়েক জন মাত্র।