অশান্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা! এলাকায় বিশাল বাহিনী, শুনশান রাস্তাঘাট

অশান্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা! এলাকায় বিশাল বাহিনী, শুনশান রাস্তাঘাট

section 144

সন্দেশখালি: পলাতক তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের গ্রেফতারির দাবিতে লাঠি হাতে পথে নেমেছেন স্থানীয় মহিলারা৷ চলেছে থানার সামনে বিক্ষোভ, থানা ঘেরাও-এর চেষ্টা৷ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হল সন্দেশখালিতে। শুক্রবার রাত থেকেই ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

ক্রবার দিনভর সন্দেশখালি থানার সামনে যৌথ ভাবে দফায় দফায় বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন। তাঁদের দাবি, তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে৷ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিক্ষোভ ওঠে৷ কিন্তু সেই সঙ্গে তাদের হুঁশিয়ারি ছিল, শনিবার ফের আন্দোলন হবে৷ শুক্রবার রাতেই সন্দেশখালি থানা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী৷  এলাকা.জুরে শুরু হয় রুটমার্চ। সন্দেশখালিতে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। এর পরেই ১৪৪ ধরা জারি করা হয়। শনিবার সকালেও পরিস্থিতি থমথমে। দোকানপাট সব বন্ধ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =