কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানিমূলক মন্তব্য! মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানিমূলক মন্তব্য! মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

কলকাতা: ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে তাঁকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হল৷ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরেই এই নোটিশ৷ প্রসঙ্গত, গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷

আরও পড়ুন- সংক্রমণ রুখতে সরকারি অফিসে ফের ৫০ % হাজিরা, নির্দেশিকা জারি নবান্নে

প্রথমবার মুখ্যমন্ত্রীকে যে নোটিশ পাঠানো হয়েছিল, তিনি তাঁর জবাব লিখিত আকারে দিয়েছেন কিনা, তা জানা যায়নি৷ তবে বিভিন্ন সভা থেকে তিনি তাঁর উত্তর দেন৷ ২৮ মার্চ ও ৭ এপ্রিলের জনসভা থেকে আধাসেনা বাহিনী নিয়ে তাঁর তীর্যক মন্তব্যের জন্য দ্বিতীয়বার তাঁকে নোটিশ পাঠায় কমিশন৷ ওই দুই জনসভায় ভোটারদের উস্কে তিনি বলেন, সিআরপিএফ ভোট দিতে বাধা দিলে তাদের ঘেরাও করুন৷ এর পরেই কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি৷ এর পরিপ্রেক্ষিতে কমিশন জানায় মহিলাদের আবেগতাড়িত করা হচ্ছে৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতা মহিলাদের উদ্দেশে ‘ইমোশনাল স্পিচ’ দিয়েছেন৷ তাঁদের প্রভাবিত করার চেষ্টা করেছেন৷ 

প্রসঙ্গত, এর আগে ২১ ফেব্রুয়ারি নির্বাচন যখন কমিশন কলকাতায় এসেছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, সীমান্তে বিএসএফ নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছে৷ এই অভিযোগের প্রমাণ চাওয়া হয়েছিল৷ কিন্তু সেই প্রমাণ পাওয়া যায়নি৷ ফলে বিএসএফ-কে নিয়ে তাঁর মন্তব্য ভিত্তিহীন বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়৷ এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে৷ আগামীকাল সকাল ১১টার মধ্যে জবাব না এলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- কেন রক্তাক্ত নির্বাচন দেখে বাংলা? সারা দেশ থেকে কেন আলাদা?

প্রথমবার পাঠানো নোটিশের জবাবে প্রকাশ্য জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমার বিরুদ্ধে অভিযোগ করে কোনও লাভ নেই৷ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটা অভিযোগ হয়েছে? তিনি তো রোজ হিন্দু মুসলমান করেন৷ যাঁরা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে কটা অভিযোগ হয়েছে?’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =