শিয়ালদহ ইএসআই-এ আগুন, খোলা আকাশের নীচে রোগী, শ্বাসকষ্টে ‘মৃত’ এক

Sealdah ESI Hospital Fire Incident কলকাতা: শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন। শুক্রবার সকালে হাসপাতালে আগুন লাগার পরই রোগীদের খোলা আকাশের নীচে বার করে আনা হয়৷ ওই…

Sealdah ESI Hospital Fire Incident

Sealdah ESI Hospital Fire Incident

কলকাতা: শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন। শুক্রবার সকালে হাসপাতালে আগুন লাগার পরই রোগীদের খোলা আকাশের নীচে বার করে আনা হয়৷ ওই হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন রোগীর মধ্যে কয়েক জনকে তড়িঘড়ি মানিকতলা ইএসআই হাসপাতালেও স্থানান্তরিত করা হয়। কয়েক জনকে আবার হাসপাতালের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। (Sealdah ESI Hospital Fire Incident)

শ্বাসকষ্টে মৃত রোগী Sealdah ESI Hospital Fire Incident

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই রোগীদের ফের ফিরিয়ে আনা হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে এরই মধ্যে শিয়ালদহ ইএসআই-তে চিকিৎসাধীন এক ক্যানসার রোগীর মৃত্যু হয়৷ তিনি শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে পরিবারের দাবি। তাঁরা জানান, সকালে হাসপাতালে আগুন লাগার পরেই কালো ধোঁয়া বেরতে শুরু করে৷ তাতেই অসুস্থ হয়ে পড়েন ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি৷ যদিও হাসপাতালের সুপার অদিতি দাস ওই রোগীর পরিবারের দাবি মানতে নারাজ৷

শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলায় আগুন লাগে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, তৃণমূল নেতা কুণাল ঘোষ। পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশও। প্রাথমিক তদন্তের পর দমকল মনে করছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড।

 

 Bengal: A fire at Sealdah ESI Hospital on Friday morning forced the evacuation of 80 patients. Tragically, a cancer patient died due to smoke inhalation. The fire was controlled by 7:40 AM. State Fire Minister Sujit Bose visited the site for inspection