বেজিং: প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনও ছুটি মিলছে না করোনা আতঙ্ক থেকে।
করোনা ভাইরাসের মূল উৎস খুঁজতে সম্প্রতি চিনে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)-এর এক গবেষক দল। কিন্তু সাফল্যের আগেই ঘটে বিপত্তি। করোনা আক্রান্ত এক বাদুড় হু-এর এক গবেষকের হাতে কামড় দিয়েছে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এদিন এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও চিনা সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, আর তারপর থেকেই ভাইরাস নিয়ে ফের শুরু হয়েছে চাঞ্চল্য।
জানা গেছে, হু-এর ওই গবেষকরা করোনার উৎসস্থল নিয়ে গবেষণার উদ্দেশ্যে সম্প্রতি পারি দিয়েছিলেন চিনে। কিন্তু তাঁরা নিজেরাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত বিধিনিষেধ পালন করেন নি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, উহান প্রদেশের এক গুহায় গবেষণা চালাচ্ছিলেন হু-এর প্রতিনিধিরা। কিন্তু তাঁদের অর্ধেকেরই হাতে গ্লাভস বা মুখে মাস্ক ছিল না। অনিয়মের মাশুলও দিতে হয়েছে তাঁদের। করোনার বাদুড়ের আক্রমণে বিপর্যস্ত ওই গবেষককে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে।
চিন সূত্রের খবর, যে গুহায় বসে গবেষণার কাজ চালাচ্ছিলেন হু-এর প্রতিনিধিরা, সেই গুহা আদতে করোনা আক্রান্ত বাদুড়ের আবাসস্থল বলে চিহ্নিত। এহেন জায়গায় কেন যথেষ্ট নিরাপত্তা ছাড়া গিয়েছিলেন হু-এর গবেষকরা? তাঁদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে যথারীতি উঠেছে নানা প্রশ্ন।
এদিকে করোনা সংক্রমণের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না জি জিনপিংয়ের দেশের। সম্প্রতি রাজধানী বেজিংয়ে দেখা মিলেছে কোভিড ১৯ ভাইরাসের। এক আইসক্রিমের কার্টনের ভিতর নতুন করে ভাইরাসের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়েছে দেশে জুড়ে। জানা গেছে, নতুন ঘটনার জেরে চিনের তিয়ানজিন শহরের এক আইসক্রিম সংস্থার কারখানাও বন্ধ করে দিয়েছে চিন সরকার। রবিবার পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, চিনে ১০৯ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এমনকি মিলেছে মৃত্যুর খবরও।