উষ্ণ ভূ-স্বর্গ! ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, কাশ্মীরে বন্ধ হল ছোটদের স্কুল

শ্রীনগর: গোটা গ্রীষ্ম জুড়েই কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখিয়েছে গরম৷ গরমের হাত থেকে বাঁচতে সেই সময় অনেকেই ছুটে গিয়েছিলেন ভূ-স্বর্গে৷ কিন্তু এ কী!…

kas hot

শ্রীনগর: গোটা গ্রীষ্ম জুড়েই কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখিয়েছে গরম৷ গরমের হাত থেকে বাঁচতে সেই সময় অনেকেই ছুটে গিয়েছিলেন ভূ-স্বর্গে৷ কিন্তু এ কী! এবার খাস কাশ্মীরেই তাপপ্রবাহের পরিস্থিতি! উষ্ণ জুলাই মাসের সাক্ষী থাকল উপত্যকা৷ কাশ্মীরে এতটাই গরম পড়েছে যে, ছোটদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে৷ আপাতত আগামী দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন৷ রবিবারই কাশ্মীর প্রশাসনের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে৷ তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়নি৷ সরকারি এবং বেসরকারি স্কুল, উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। রবিবার কাশ্মীরের তাপমাত্রা পেরিয়ে যায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি৷ যা চলতি মরসুমে সর্বোচ্চ।