school teachers
কলকাতা: শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে সকাল ১০টা ৫০ মিনিট নয়, ১০টা ৪০ মিনিটের পরে স্কুলে ঢুকলেই ‘লেট’ হিসেবে গণ্য হবেন শিক্ষকরা। অর্থাৎ, লেট-মার্ক বাঁচাতে এবার থেকে আরও ১০ মিনিট আগেই স্কুলে পৌঁছে যেতে হবে শিক্ষকদের। তবে, শিক্ষকদের একটি ক্ষেত্রে ছাড়ও দেওয়া হচ্ছে। এতদিন সকাল ১১টা বেজে ৫ মিনিটের পর কোনও শিক্ষক স্কুলে ঢুকলেই তাঁকে ‘অনুপস্থিত’ হিসাবে চিহ্রানিত করা হতো। এবাক থেকে সেই সময়টা ১০ মিনিট বাড়িয়ে ১১টা ১৫ করা হয়েছে। পর্ষদের কর্তারা জানাচ্ছেন, স্কুলে প্রবেশের সময় সকাল ১০টা ৩৫ মিনিট। ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে চলে এলে লেট মার্ক দেওয়া হয় না৷ বহু শিক্ষকই ১০টা ৫০-এর কিছু আগে স্কুলে আসতেন। এর ফলে ছাত্রছাত্রীদের একত্রিত করে প্রার্থনা আয়োজন করতে সমস্যা হত৷ এতে সেই সমস্যার সমাধান হবে৷