দেরিতে আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষকের টুঁটি চেপে গ্রেফতার শিক্ষক

দেরিতে আসায় হাজিরা খাতায় সই করতে বাধা, প্রধান শিক্ষকের টুঁটি চেপে গ্রেফতার শিক্ষক

0384e3cdc46b3c7c71eeb59bc3c10638

সিউড়ি: ফের শিরোনামে শিক্ষকদের হাতাহাতি৷ এবার সিউড়ি৷ অভিযোগ, স্কুলে আসতে একটু দেরি হওয়ায় তাঁকে হাজিরার খাতায় সই করতে বাঁধা দেন প্রধান শিক্ষক৷ এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে বচসা বাধে৷ পরে তা মারামারির পর্যায়ে পৌঁছয়৷ প্রধান শিক্ষকের দিকে তিনি তেড়ে যান ওই শিক্ষক। সোজা গিয়ে প্রধান শিক্ষকের জামার কলার চেপে ধরেন। জানা গিয়েছে, অশান্তি থামাতে ছুটে আসেন এক শিক্ষাকর্মী৷ তিনি বাধা দিতে গেলে তাঁকেও ওই শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারও করেছে পুলিশ। শুক্রবার বীরভূমের সিউড়ির অজয়পুর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন- ফের দিল্লি যেতে পারেন মমতা! মোদী-সাক্ষাতের সম্ভাবনা

অভিযুক্ত শিক্ষকের নাম দেবাশিস খাগ৷ এদিন তিনি দেরি করে স্কুলে পৌঁছন৷ প্রধান শিক্ষক আশিস গড়াই তাঁকে হাজিরার খাতায় সই করতে বাধা দেন৷ তাতেই ক্ষেপে ওঠেন দেবাশিসবাবু৷ শুরু হয় কথা কাটাকাটি৷ এমনকী প্রধান শিক্ষককে মারতে উদ্যত হন৷ সেই সময় তাকে আটকান শিক্ষাকর্মী অভিজিৎ ভাণ্ডারি৷ অভিযোগ, তাঁকেও মারধর করেন দেবাশিসবাবু৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই শিক্ষক৷ 

আহত শিক্ষাকর্মী বলেন, ‘‘দেবাশিস প্রথমে আমার নাকে ঘুসি মারেন। তার পরে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি মারা হয়। অনেক রক্ত ঝরেছে৷ বেশ কিছুদিন ধরেই তিনি এই ধরনের আচরণ করছেন।’’ প্রধানশিক্ষক বলেন, ‘‘আমার জামার কলার ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছিল দেবাশিস৷ সহকর্মী বাঁচাতে এলে তাঁকে ব্যাপক মারধর করে৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’