ফের থাবা করোনার! খাস কলকাতায় শিক্ষিকার সংক্রমণ, বন্ধ স্কুল

ওই শিক্ষিকার ক্লাস করেছিলেন ২৮ পড়ুয়া

 

কলকাতা: দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর চলতি মাসেই ফের খুলেছে রাজ্যের স্কুলগুলি। সকলের জন্য না হলেও নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বেশ কিছুদিন ধরেই স্কুলে গিয়ে করছেন অফলাইন ক্লাস। কিন্তু করোনা ভাইরাস কিছুতেই পিছু ছাড়ছে না। স্কুল খোলার মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যেই খাস কলকাতায় স্কুলে পড়ল করোনার থাবা।

দক্ষিণ কলকাতার একটি সরকারি সহয়তাপ্রাপ্ত স্কুলের করোনার কোপে ফের ঝোলাতে হয়েছে তালা, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। স্কুলটির নাম কসবা চিত্তরঞ্জন হাই স্কুল। ওই স্কুলে গত বুধবার এক শিক্ষিকার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। আর তারপরেই শুরু হয় তোলপাড়। নির্দিষ্ট কিছু পড়ুয়ার করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। তড়িঘড়ি স্কুল বন্ধও হয়ে যায়। খাস কলকাতায় এহেন ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে।

সূত্রের খবর, ওই শিক্ষিকার ক্লাসে থাকা মোট ২৮ পড়ুয়াকে বৃহস্পতিবার একটি সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়া বিদ্যালয়েল শিক্ষা বিভাগ বাকি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো কোনো অভিভাবক অবশ্য নিজেদের সন্তানকে অন্য কোথাও করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের প্রধান কার্তিক মান্নাকে আদেশ দিয়েছি স্কুল চত্বর যথাযথ ভাবে স্যানিটাইজ করতে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত স্কুলটি বন্ধ থাকবে।”

শুধু তাই নয়, সরকার নির্দেশিত সমস্ত স্বাস্থ্য ও সামাজিক বিধি যাতে স্কুলগুলিতে কঠোর ভাবে মেনে চলা হয়, সে ব্যাপারেও স্কুল শিক্ষা দফতরকে নজর রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী। গত সোমবার করোনা পজিটিভ ওই শিক্ষিকা পড়ুয়াদের ক্লাস নেন। ততদিন পর্যন্ত তাঁর শরীরে কোনো রোগলক্ষণ ছিল না। কিন্তু মঙ্গলবার তিনি স্কুলের প্রধান শিক্ষককে জানান তাঁর জ্বর এসেছে। “উনি এরপরই করোনা পরীক্ষা করান। দুর্ভাগ্যবশত রিপোর্ট পজিটিভ আসে। স্কুলকে জানালে আমরা আমাদের মত ব্যবস্থা নিই”, বুধবার অভিভাবকদের সঙ্গে দেখা করে বলেন স্কুলের প্রাধান শিক্ষক অনিন্দ্য চ্যাটার্জী। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =