প্রাথমিকে ক্লাসের সময় বেঁধে কড়া নির্দেশ শিক্ষা পর্ষদের, বদল সূচিতেও

প্রাথমিকে ক্লাসের সময় বেঁধে কড়া নির্দেশ শিক্ষা পর্ষদের, বদল সূচিতেও

0be494444079e33c0e8f4f3313e15e16

তমলুক:  প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি ক্রীড়া চর্চা নতুন কোনও ঘটনা নয়৷ পড়াশুনার মাঝে অল্প সময় খেলাধূলা শিশু মনের বিকাশে সহায়তা করে৷ বেশ কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক বিদ্যালয়ে নিয়মিত খেলার ক্লাস রাখার জন্য একটি নিয়ম চালু হয়৷ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি কম বেশি সেই নিয়ম পালনও করছে৷ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পড়াশুনার পাশাপাশি খেলাধূলাকে নিয়মিত পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করা ব্যাহত হচ্ছিল৷ তাই এবার প্রতিদিনের খেলার ক্লাসের সময়সীমা নির্দিষ্ট করে দিল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা প্রশাসনিক কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের সভাপতির সাথে বৈঠক করেন৷ ঐদিনের বৈঠকে স্থির হয়, প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি ক্লাসের সময় সীমা, পঠন-পাঠনের বিষয় ও খেলা ধূলা কী কী প্রকারের হতে পারে সে নিয়ে৷ বৈঠকের শেষে পর্ষদ সভাপতি জানিয়েছেন, দিনের প্রথম ক্লাস হবে মাতৃভাষার৷ পরবর্তী ক্লাস হবে গণিতের, তৃতীয় ক্লাস হবে ইংরাজি ভাষার৷ আর চতুর্থ তথা শেষ ক্লাস হবে খেলাধূলার৷ প্রতিটি ক্লাসের ক্ষেত্রে ৪০ মিনিট সময় সীমা বরাদ্দ করা হয়েছে৷

এর আগে চতুর্থ ক্লাস ছিল মিড ডে মিলের৷ এখন ঐ ক্লাস খেলার জন্য বাধ্যতামূলক হওয়ায় মি ডে মিল হবে তারও পরে৷ এমন নির্দেশিকা জারি প্রসঙ্গে পর্ষদ সভাপতির ব্যাখ্যা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের শারীরিক কর্ম দক্ষতা বহুলাংশে হ্রাস প্রাপ্ত হচ্ছে৷ ইলেক্ট্রনিক যন্ত্রের কবল থেকে মুক্তি পাচ্ছে না শিশুরাও৷ তাই কানা মাছি, রুমাল চোর, কিত-কিত প্রভৃতি খেলায় অংশ গ্রহণের মাধ্যমে শিশু মনের সাথে শিশুদের শারীরিক গঠনও মজবুত হবে বলে করছেন তিনি৷ শুধু তাই নয় বাধ্যতামূলক খেলার ক্লাস প্রচলনের ফলে বিদ্যালয় ছুট পড়ুয়ার ও অনেক কমে যাবে বলে করছেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *