পুজোয় পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে? যা জানাল হওয়া অফিস

scattered rain during Durga Puja কলকাতা: এতদিনে পুজোর প্ল্যানিং করে ফেলেছেন নিশ্চয়৷ করবেন নাই বা কেন! সেটাই তো স্বভাবিক৷ দেখতে দেখতে আজ মহাষষ্ঠী৷ মায়ের বোধন৷…

scattered rain during Durga Puja

scattered rain during Durga Puja

কলকাতা: এতদিনে পুজোর প্ল্যানিং করে ফেলেছেন নিশ্চয়৷ করবেন নাই বা কেন! সেটাই তো স্বভাবিক৷ দেখতে দেখতে আজ মহাষষ্ঠী৷ মায়ের বোধন৷ তবে পুজোর আনন্দে এবার জল পড়বেই৷ মানে, বৃষ্টিকে সঙ্গী করেই কাটাতে হবে এবারের পুজো। অন্তত তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ (weather update scattered rain Durga Puja)

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত scattered rain during Durga Puja

বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তারই প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে রোদ বৃষ্টির খেলা৷ কখনও কড়া রোদে আকাশ চকচক করবে, কখনও আবার মেঘে ঢাকা পড়বে মুখ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ জেলায় জেলায়। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নেই৷

megh durga

একটানা বৃষ্টির সম্ভাবনা নেই

যদিও আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পুজোর সময় বৃষ্টি হবে ঠিকই, তবে পুজোর আনন্দ মাটি হবে না৷ কারণ, পুজোয় একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বাড়ি থেকে বেরোনোর আগে একবার ওয়েদার রিপোর্ট দেখে নিয়ে প্যান্ডেল হপিং-এ বেরন, তাহলে আর কোনও সমস্যা হবে না৷

Weather : Durga Puja plans might face rain disruption starting Mahashasthi. Alipore Weather Office forecasts rain due to a cyclonic system over the Bay of Bengal. Scattered showers in Kolkata and nearby districts from Sasthi to Dashami.