যে কাজ করার কথা মোদী সরকারের, তা করে দেখল সুপ্রিম কোর্ট!

যে কাজ করার কথা মোদী সরকারের, তা করে দেখল সুপ্রিম কোর্ট!

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শহর আহমেদাবাদ। এই শহরেই আসবেন তাঁর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, ও শহরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় বলেছেন বিরোধিতা বা 'ডিসেন্ট' হলো গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট – সেফটি ভালভ। এই মন্তব্য যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। মোদী সরকারের জমানায় বিভিন্ন প্রতিবাদকেই দেশ বিরোধী তকমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিচারপতির এই বক্তব্যে মোদী বিরোধী জনতা ভরসা পাবে।

এটা সত্যি যে, ২০১৮ সালে সারা বিশ্বের গণতান্ত্রিক সূচকে ভারতেও স্থান ছিল ৪১ । ২০১৯ এ তা হয় ৫১ । কারণ অনেকেই বলেছেন, মোদীর জমানায় মত প্রকাশের স্বাধীনতা কমেছে।

দিল্লির জামিয়ানগরে শাহীনবাগে যে গণ অবস্থান চলছে, তাদের সঙ্গে বার্তালাপ করতে সরকার উৎসাহ দেখায়নি। টিভি চ্যানেলের ও অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যিনি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু, তা কোনও অজ্ঞাতকারণে হয়নি। এই পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট দুই আইনজীবীকে মধ্যস্থতাকারী হিসাবে ঠিক করেছে। অন্যদিকে, অনির্দিষ্ট কালের জন্য রাস্তা আটকে রাখাকেও সমর্থন করেনি সুপ্রিম কোর্ট। আদালতের কাজেই পরিষ্কার, বিষয়টির সুনির্দিষ্ট সমাধান চাইছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *