sc
কলকাতা: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের৷ বিজেপি’র রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক, রাজ্য পুলিশের ডিজি-সহ পাঁচ প্রশাসনিক কর্তাকে তলব করেছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি (প্রিভিলেজ কমিটি)৷ সেই তলবের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত৷ এর পরেই তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান৷ এর পরেই রাজ্যের পাঁচ কর্তাকে তলব করা হয়৷ সংসদীয় কমিটির তলবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যসচিব। সোমবার রাজ্যের তরফে বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কপিল সিব্বল। তলব নিয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পরেই প্রভিলেড কমিটির তলবের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷