স্কুলে পোস্টিং মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

স্কুলে পোস্টিং মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court

কলকাতা: দিন কয়েক আগে প্রাথমিক স্কুলে পোস্টিং মামলায় সিবিআই-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কলকাতা হাই কোর্টের সেই নির্দেশের উপর এবার অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারবে। সিবিআইয়ের কাছ থেকে এই মামলার তদন্ত সংক্রান্ত রিপোর্টও চেয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার৷ তাদের প্রশ্ন ছিল, নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই তদন্ত করছে সিবিআই। তবে পোস্টিংয়ের মামলায় নতুন করে সিবিআই তদন্তের প্রয়োজনীতা কী? এর পরেই কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

সোমবার এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত হাই কোর্টের নির্দেশ স্থগিত রাখা হচ্ছে। এদিন মূল মামলাকারীদের আইনজীবী উপস্থিত ছিলেন না।  রাজ্যকে আদালতের নির্দেশ, এ বিষয়ে মূল মামলাকারীদের নোটিস দিতে হবে৷

এর আগে পোস্টিং মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ ছিল, মানিককে জিজ্ঞাসাবাদের সেই ভিডিয়ো রেকর্ড আদালতে পেশ করবে সিবিআই। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিয়ো ফুটেজ পেশের উপরেও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =