স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, সিএএ-নিয়ে মোদী সরকারের জবাব তলব

স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, সিএএ-নিয়ে মোদী সরকারের জবাব তলব

caa

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-এর উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে সিএএ-এর উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যে মামলাগুলি হয়েছিল, তার প্রেক্ষিতে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে৷ এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ এপ্রিলের মধ্যে এই জবাব দিতে হবে। ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হলে যে কোনও আবেদনকারী বিষয়টি আদালতের নজরে আনতে পারেন৷ নির্দেশ প্রধান বিচারপতির।

সিএএ আইনের বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বশেষ মামলাটি দায়ের করা হয় কেরল সরকারের তরফে। সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে তারা শীর্য আদালতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =