sc
কলকাতা: সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত৷ অভিষেকের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট৷
শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে দুটি আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ প্রথমত বলা হয়, বিচারপতি সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে, তাতে তাঁর মানহানি হচ্ছে৷ এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হোক৷ দ্বিতীয়ত, হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বদল করা হোক। দুটি আর্জিই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জীব খান্না সাফ জানান, মামলা সরানোর ব্যাপারে কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। বিচারপতি যে পর্যবেক্ষণ জানাচ্ছেন, তা সংবাদমাধ্যমে প্রকাশের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করব না আমরা৷