কলকাতা: নির্বাচনী বন্ড নিয়ে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট৷ এই সংক্রান্ত মামলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত৷
এর আগে সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য ৬ মার্চের মধ্যে আদালতের কাছে জমা দিতে হবে এসবিআই-কে। এই তথ্যপ্রকাশের জন্য সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়ে আর্জি জানায় এসবিআই।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সাফ জানায়, এক দিনের মধ্যে, নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে স্টেট ব্যাঙ্ককে। অর্থাৎ, এসবিআই-কে মঙ্গলবারের ডেটলাইন বেঁধে দেওয়া হয়েছে৷ এছাড়াও একটি নির্দেশে নির্বাচন কমিশনকে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৫টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ড-সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে।
নির্বাচনী বন্ড নিয়ে শুধুমাত্র দুটি বিষয়েই তথ্য প্রকাশ করতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে। প্রথমত, নির্বাচনী বন্ডের ক্রেতা কে এবং ক্রয় করা বন্ডের সংখ্যা কত। দ্বিতীয়ত, কোন রাজনৈতিক দল কত বন্ড পেয়েছে। রাজনৈতিক দলগুলি কার কাছ থেকে কোন বন্ড পেয়েছে, সেই পরিসংখ্যান জানানোর প্রয়োজন নেই৷