মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিস

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিস

Supreme Court

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ নিয়ে নয়া আইন আনল কেন্দ্রীয় সরকার। সেই আইনে নির্বাচন কমিশনার বাছাইয়ের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে৷ এই আইন নিয়ে প্রশ্ন তুলে এবার কেন্দ্রকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছে৷ সেই প্রেক্ষিতেই নোটিস পাঠানো হল কেন্দ্রীয় সরকারকে৷ তবে নির্বাচন কমিশনার নিয়োগে নয়া আইনের উপর স্থগিতাদেশ জারির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ গত বছর সংসদের শীতকালীন অধিবেশনে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। তাতে বলা হয়, নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। প্রধানমন্ত্রী ছাড়া ওই কমিটিতে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন অভিজ্ঞ মন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *