নয়াদিল্লি: মিলল না স্বস্তি৷ সুপ্রিম কোর্টে নাকোচ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের আবেদন৷ রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। কিন্তু তাঁর আবেদনে কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। তবে মামলাটি গ্রহবণ করা হয়েছে৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানায়, আপাতত আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। আগামী সোমবার ফের শুনানি হবে৷ ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
আরও পড়ুন- লক্ষ লক্ষ টাকা নিয়ে লোকাল ট্রেনে সফর! নৈহাটিতে নামতেই পুলিশের জালে যুবক
গত সোমবার রাতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি-র হাতে গ্রেফতার হন পলাশিপাড়ার বিধায়ক৷ তাঁর বিরুদ্ধে অবৈধ নিয়োগের অভিযোগ রয়েছে। পাশাপাশি এই মামলায় মানিকের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া নথিতে গরমিল রয়েছে বলেও জানা গিয়েছে৷ এছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে ইডি, তাতেও মানিকের নাম উল্লেখ করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই গোয়েন্দাদের নজরে ছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু পুজোর আগে তিনি সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়ে যান। সেই যুক্তিতেই মঙ্গলবার গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক। তাঁর আইনজীবী মুকুল রোহাতগির দাবি, এই মামলায় সুপ্রিম কোর্ট তাঁর মক্কেলকে রক্ষাকবচ দিয়েছে। সিবিআইকে বলা হয়েছে মানিককে গ্রেফতার করা যাবে না। এর পরেও কী ভাবে তাঁকে গ্রেফতার করল ইডি? কিন্তু, এই মামলায় কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট৷ ফলে ইডি হেফাজতেই থাকতে হচ্ছে মানিককে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>