কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ তুলে নিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ উচ্চ আদালত জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ থাকলে এফআইআর দায়ের করা যাবে। এ ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন নেই৷ গত ২০ জুলাই এই নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, হাই কোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে মামলা শোনার পর সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, নতুন করে মামলাটি শোনার জন্য আমরা হাই কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ জানাচ্ছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা নিয়ে ২০ জুলাই হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করা হল। হাই কোর্টের প্রধান বিচারপতি এই মামলার গ্রহণযোগ্যতা বিচার করে উপযুক্ত নির্দেশ দেবেন৷ সেই স্বাধীনতা তাঁকে দেওয়া হল৷
সুমন সিংহের দায়ের করা জনস্বার্থ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ৷ সেই নির্দেশে বলা হয়, বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগ যথাযথ হলে আইনানুগ পদক্ষেপ করবে প্রশাসন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চ আরও জানায়, অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ এফআইআর দায়ের করলেও গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শুভেন্দু অধিকারী৷ সেখানে খানিক স্বস্তিতে বিরোধী দলনেতা৷