SBI গ্রাহকদের জন্য সুখবর! বাজারে আসছে অভিনব লোন পরিষেবা, জানুন বিস্তারিত

সরকারি পেনশনভোগীদের জন্য নতুন লোন প্রকল্প চালু করছ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

3 stocks recomended

নয়াদিল্লি: দেশের ব্যাঙ্কিং কাঠামোয় বৃহত্তম এবং অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রায় সারাবছরই গ্রাহকদের উৎসাহিত করার জন্য কোনো না কোনো অফার নিয়ে হাজির হয় এই এসবিআই। লোন হোক বা সুদ, স্টেট ব্যাঙ্কের জনপ্রিয়তা বরাবরই উর্দ্ধমুখী। বিপুল এই জনপ্রিয়তার সূত্র ধরেই এবার পেনশন লোনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য নতুন সুযোগ নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রবীন নাগরিক এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য পেনশন লোনের সুযোগ দিচ্ছে এসবিআই, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। রাজ্য কিংবা কেন্দ্র, যে কোনো সরকারি তরফে নিয়মিত পেনশন পেলেই এই নতুন পরিষেবার সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।  লোনের মাধ্যমে গ্রাহকরা যাতে তাঁদের ব্যক্তিগত চাহিদা সুষ্ঠুভাবে পূরণ করতে পারেন, সে কারণেই এই ব্যবস্থা করা হচ্ছে। সন্তানের বিয়ে হোক কিংবা চিকিৎসা সংক্রান্ত খরচ যে কোনো কাজে যে কোনো উদ্দেশ্যেই নেওয়া যাবে এসবিআইয়ের এই নতুন পেনশন লোন।

ব্যাঙ্কিং দুনিয়ায় লোনের সুযোগ কম নেই, তবে কেন স্টেট ব্যাঙ্কের নতুন এই লোন ব্যবস্থা অন্যদের থেকে আলাদা? কী কী বিশেষ সুবিধা রয়েছে এতে? জানা গেছে, এসবিআই প্রদত্ত এই নতুন পেনশন লোনের প্রসেসিং খরচ (processing fee) অত্যন্ত কম। ফলে গ্রাহকরা সহজেই এতে আকৃষ্ট হবেন। এছাড়া কোনোরকম গোপন ব্যয়ও (hidden cost) এই লোন অফারে লুকানো নেই বলেই জানিয়েছেন ব্যাঙ্ক কর্তারা। চাহিদা যাচাই করে লোন অনুমোদন এবং দানের প্রক্রিয়া এক্ষেত্রে সম্পন্ন হবে অত্যন্ত কম সময়ে। পরিশোধের সময় ইএমআই পরিষেবাও হবে দ্রুত এবং জটিলতামুক্ত। যে কোনো এসবিআই শাখা থেকেই এই পেনশন লোনের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা। সবমিলিয়ে লোন প্রক্রিয়ার যাবতীয় জটিলতা দূর করার ক্ষেত্রে এই নতুন অফারে সুযোগ তৈরি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, পেনশন লোন গ্রহণে ইচ্ছুক কোনো প্রবীন নাগরিক ফোন করে, মিসড কল দিয়ে অথবা মেসেজ করেও আবেদন জানাতে পারেন। ফোনে কথা বলার জন্য নির্দিষ্ট নম্বরটি হল ১৮০০১১২২১১। মিসড কলের নম্বর ৭২০৮৯৩৩। এছাড়া ৭২০৮৯৩৩১৪৫ নম্বরে ‘PERSONAL’  কথাটি লিখে মেসেজও করতে পারেন ইচ্ছুক ব্যক্তি। ন্যূনতম কিছু কাগজপত্রের মাধ্যমেই এসবিআইয়ের এই পেনশন লোন পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *