‘…গোপন, ব্যাক্তিগত’! হঠাৎ কেন বেঁকে বসলো SBI?

‘…গোপন, ব্যাক্তিগত’! হঠাৎ কেন বেঁকে বসলো SBI?

3 stocks recomended

sbi 

নয়াদিল্লি: এবার ইলেক্টোরাল বন্ড এর তথ্য দেওয়া নিয়ে বেঁকে বসলো SBI

সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পরে ইলেক্টোরাল বন্ডের সব তথ্যই নির্বাচন কমিশনকে তুলে দিতে বাধ্য হয়েছে এসবিআই। কমিশনের সাইটে গেলে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়। কিন্তু আরটিআই এর জবাবে তারা জানাল, এটা গোপন বিষয়। ব্যক্তিগত বিষয়। তাই কিছু বলা যাবে না। এই দুটি কারণ দেখিয়ে তথ্য প্রকাশে অস্বীকার করল স্টেট ব্যাঙ্ক। সেই সঙ্গে তাঁরা জানাল এই তথ্য প্রকাশ করা যাবে না।

সেই সঙ্গে কমোডর লোকেশ বাত্রার আরও আর্জি ছিল, এসবিআই তাদের হয়ে মামলা লড়ার জন্য হরিশ সালভেকে কত টাকা দিয়েছিল সেটাও জানানো হোক। কিন্তু স্টেট ব্যাঙ্ক সেই তথ্যও দেয়নি।

জানিয়েছে, সালভের রোজগার করা অর্থ যেহেতু করের আওতায় তাই তা জানানো যাবে না। এদিকে বাত্রা এসবিআইয়ের উত্তরে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, যেখানে সব তথ্যই কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সেখানে তা প্রকাশ কেন করতে চাইছে না এসবিআই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twelve =