প্রায় ২ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ভোটের ময়দানে সোহম-সায়ন্তিকা!

প্রায় ২ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ভোটের ময়দানে সোহম-সায়ন্তিকা!

কলকাতা: বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী৷ পর্দা থেকে এবার সরাসরি নেমেছেন নির্বাচনী যুদ্ধে৷ জানেন, এই দুই প্রার্থীর  সম্পত্তির খতিয়ান কী?

এককালের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী এবার সরাসরি রাজনীতির ময়দানে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ছেন বাঁকুড়া কেন্দ্র থেকে। ঠাটাপোড়া রোদেই চলছে প্রচার। তার উল্টোদিকে রয়েছেন বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায়। গত ১১ মার্চ মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দিয়েছেন তাঁর স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তির খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৮ সালের কেনা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি রয়েছে অভিনেত্রীর। গাড়িটির বর্তমান দাম ৪৩ লক্ষ ৫৬ হাজার ৪৩৬ টাকা। তার নামে গয়না রয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৪৩৬ টাকার। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৪৫ লক্ষ ৫৯ হাজার ৪৬২ টাকা। অভিনেত্রী এও জানিয়েছেন যে তার কোনো স্থাবর সম্পত্তি নেই। ২০১৯-২০ অর্থবর্ষে অভিনেত্রীর আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে নগদ ছিল ৪৩ হাজার ১২৭ টাকা। নিজের একার ও যুগ্ম মিলিয়ে মোট ৮টি ব্যাংক অ্যাকাউন্টের কথা হলফনামায় উল্লেখ করেছেন অভিনেত্রী প্রার্থী। সব অ্যাকাউন্ট মিলিয়ে তার মোট অর্থ জমা রয়েছে ৩৮ হাজার ৪৬৩ টাকা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন তার নামে মোট ৪০ লক্ষ ৮৭ হাজার ২৪০ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। প্রায় তিন দশক ধরে তিনি কাজ করছেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি প্রায় সাত বছর হয়ে গেল তিনি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে ভোটে লড়েছিলেন সোহম। যদিও সেবার অল্পের জন্য তাকে হার মানতে হয়েছিল। এবারে চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তার মনোনয়নপত্র অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে সোহমের মোট আয় ৫২ লক্ষ ৬৭ হাজার ১৫০ টাকা। সোহমের স্ত্রী তনয়ার ২০১৮-১৯ অর্থবর্ষে মোট আয় ছিল ২ লক্ষ ৩৯ হাজার ১৫০ টাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল দেড় লক্ষ টাকা ও তার স্ত্রীর হাতে ছিল ৫০ হাজার টাকা। চারটি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে সোহমের জমা রয়েছে মোট ৫১ লক্ষ ৩২ হাজার ১১০ টাকা। আবার, দুটি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে সোহমের গচ্ছিত অর্থের পরিমাণ ৮ লক্ষ ৫৬ হাজার ৬৯৭ টাকা। চারটি জীবনবীমা রয়েছে সোহমের, যার পরিমাণ যথাক্রমে ১ লক্ষ ৩৮ হাজার ৪৯৬ টাকা, ২ লক্ষ ৬৩ হাজার ৬৬৪ টাকা, ১ লক্ষ ৯২ হাজার ১৬০ হাজার টাকা ও ৪ লক্ষ ৮৮ হাজার ২২৩ টাকা। একটি পিপিএফ অ্যাকাউন্টে তার নামে রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯১০ টাকা।

আবার, ৮৫ লক্ষ টাকার একটি রেঞ্জ রোভার গাড়ি, ১১ লক্ষ ২০ হাজার ১০০ টাকার একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি, ৩ লক্ষ ৪১ হাজার টাকার শেভ্রোলে অ্যাভিও গাড়ি রয়েছে সোহমের। অভিনেতার কাছে ২ লক্ষ ৩৮ হাজার ৭৩২ টাকার গয়না রয়েছে। স্ত্রী তনয়ার কাছে রয়েছে ১১ লক্ষ ৭৯ হাজার ৮৮৭ টাকার গয়না। দুটি ফ্ল্যাট রয়েছে সোহমের, যার মধ্যে একটি ৮০০ বর্গফুটের এবং অন্যটি ২৬০০ বর্গফুটের। দুটি ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬০ লক্ষ টাকা। সব মিলিয়ে সোহমের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮১ লক্ষ ৪৬ হাজার ৯৬ টাকা। স্ত্রী তনয়ার সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৪২ হাজার ১৭০ টাকা।

অর্থাৎ দুই প্রার্থী বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের সোহম চক্রবর্তীর মিলিত দেনার পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি৷ প্রায় ৪০ লক্ষ টাকা ঋণের বোঝা রয়েছে সায়ন্তিকার, মাথায় ১ কোটি ৭০ লক্ষ টাকার দেনা রয়েছে সোহমের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + five =