মুম্বই: সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলিংয়ের শিকার হতে হয় তারকাদের৷ এটা নতুন কোনও ঘটনা নয়৷ কিন্তু এবার ট্রোলিংয়ের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ৷ নোংরা মানসিকতার মানুষদের যথাযথ সায়েস্তা করলেন অভিনেত্রী৷ দিলেন কড়া জবাব৷
আরও পড়ুন- ক্যমেরার সামনে প্যান্ট নামিয়ে উষ্ণ পোজ জ্যাকলিনের, ঘায়েল নেটিজেনরা
বুধবার বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশন চলছিল৷ সেখানেই এক ব্যক্তি সায়ন্তনীর ব্রা-এর সাইজ জানতে চেয়ে বসেন৷ এর জবাবে সায়ন্তনী পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনার মানসিকতার ‘সাইজ’ কত? আমার মনে হয় শূন্যও নয়৷ তিনি আরও বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস৷ সকলে স্বাস্থ্য নিয়ে কথা বলছেন৷ কিন্তু সবচেয়ে জরুরি মানসিক স্বাস্থ্য৷ শারীরিক দিক থেকে যেমন ফিট থাকতে হবে, তেমনই মানসিক ভাবেও সুস্থ থাকতে হবে৷ ’’ তাঁর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা৷
সায়ন্তনী বলেন, মেয়েদের স্তনের প্রতি কীসের এত মোহ তা তিনি বুঝতে পারেন না৷ অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, কেন সাইজ এত জরুরি৷ কেন নারী স্তনকে দেহের অন্যান্য অঙ্গের মতো শুধুমাত্র একটা অঙ্গ হিসাবে দেখা হবে না৷ তাঁর কথায় মেয়েরা চুপ করে থাকে বলেই ছেলেরা সাহস পায়৷
আরও পড়ুন-ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! চুপিসারে সেরে নিলেন হৃদয়ের বাগদান?
তাঁর কথায় এটা মাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকলেও স্তনের প্রতি দৃষ্টিভঙ্গী আমাদের অস্বস্তিতে ফেলে৷ আমার তো মাঝে মাঝে মনে হয় কেন আমার স্তন ছাড়া বুক হল না? তিনি আরও বলেন, বদলের সময় এসে গিয়েছে৷ যদি কেউ বডি শেমিং করেন, তাঁকেও যোগ্য জবাব দেবেন৷ প্রসঙ্গত, সম্প্রতি ‘তেরা ইয়ার হু ম্যায়’ ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন্তনী ঘোষ৷