‘চাইলে সৌগত বাবুকে মেরে আসবে আমাদের লোক’, নিমতাকাণ্ডে বেলাগায় সায়ন্তন

“গরমে মাথার ঠিক নেই”,পাল্টা কটাক্ষ কুনালের

নিমতা: নিমতায় জনৈক বিজেপি কর্মী এবং তাঁর বৃদ্ধা  মায়ের উপর হামলা চালানোর অভিযোগে বেশ কয়েক সপ্তাহ আগেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল শাসকদলকে। এদিন তাঁর মৃত্যুতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির উত্তাপের পারদ সপ্তমে চড়েছে। তৃণমূল বিজেপির আক্রমণ প্রতি-আক্রমণে এখন কার্যত তোলপাড় বাংলা।

গত একমাস ধরে চিকিৎসাধীন নিমতার বৃদ্ধা শোভা মজুমদার সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যেহেতু তাঁর উপর হামলার ক্ষেত্রে প্রথম থেকেই অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে, ফলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজনৈতিক অশান্তিও। এ প্রসঙ্গে শাসকদলের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য নয়। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

সৌগত রায়কে উদ্দেশ্য করে এদিন সায়ন্তন বসু বলেন, “সৌগত বাবু বৃদ্ধ হয়েছেন, যদি আমাদের লোকজন ওনাকে এত মার মারে, উনি বাঁচতে পারবেন তো?” তেমন কিছু ঘটলে বয়সের জেরেই মৃত্যু হয়েছে বলে দাবি করবেন বিজেপি সমর্থকরা,এদিন তাও জানান সায়ন্তন বসু। শুধু তাই নয়, চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “চাইলে আমাদের দলের লোকজন এই কাজ করে দেবে।” ভোটের আবহে, যখন রাজনৈতিক হিংসাকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচন সম্পন্ন করার বার্তা দেওয়া হচ্ছে, তখন বিজেপি নেতার এহেন মন্তব্য, এই ভাবে প্রকাশ্যে খুনের হুমকি যে তীব্র সমালোচনার মুখোমুখি হতে চলেছে তা বলাই বাহুল্য। পরে অবশ্য নিজের বক্তব্যের সুর খানিক বদলের চেষ্টা করেন সায়ন্তন বসু। জানান, “সৌগত বাবু সুস্থ থাকুন, দীর্ঘ দিন রাজনীতি করুন, সেটাই চাই। উনি যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতেই আমি ওই কথা বলেছি।”

গেরুয়া নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। দলের টিকিট পাননি বলেই মানসিক ভারসাম্য খানিক বিগড়ে গেছে সায়ন্তন বসুর,এমনটাই জানিয়েছেনতিনি। বলেছেন, “গরম পড়েছে। নিজে টিকিট পায়নি, অন্যের হয়ে প্রচার করতে হচ্ছে।” বৃদ্ধার মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =