সায়নী না অগ্নিমিত্রা, কে ফোটাবেন ফুল? নজরকাড়া দ্বৈরথের সাক্ষী আসানসোল

আসানসোল দক্ষিণে সায়নী ঘোষের বিরুদ্ধে গেরুয়া প্রার্থী 'ভূমিকন্যা' অগ্নিমিত্রা

আসানসোল: গতকাল ফের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। দিন কয়েক আগে রাজনীতির আঙিনায় টলিউড যোগদানের তে ধুম পড়েছিল, দলগুলির প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার ফলও। তৃণমূলের মতো বিজেপির প্রার্থী তালিকাতেও যে বড়সড় টলিউড চমক থাকবে তা আগে থেকেই আন্দাজ করা গেছিল। গতকাল সেই আন্দাজেরই প্রতিফলন দেখা গেল গেরুয়া তালিকায়।

এবার ভোটে যে কয়েকটি রাজনৈতিক লড়াইয়ের দিকে আলাদা করে নজর থাকবে তার মধ্যে অন্যতম হতে চলেছে আসানসোল দক্ষিণ কেন্দ্র। ঘাসফুল প্রার্থী হিসেবে সেখানে বেশ কিছুদিন আগে থেকেই প্রচার শুরু করেছেন টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। গতকাল সেই কেন্দ্র থেকে স্বনামধন্য কস্টিউম ডিজাইনার অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। অর্থাৎ এবারের আসানসোল সায়নী ঘোষ বনাম অগ্নিমিত্রা পালের জমজমাট দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে। ইতিমধ্যেই এই হেভিওয়েট লড়াই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে চর্চা।

আসানসোলের ভূমিকন্যা অগ্নিমিত্রা পাল দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন গেরুয়া রাজনীতির সঙ্গে।নানা সময়ে নানা বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াতেও দেখা গেছে তাঁকে। বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল আসানসোলে ‘বহিরাগত’ তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে যে রীতিমতো কঠিন প্রতিপক্ষ তা বলাই বাহুল্য।

এদিকে আসানসোলের ঘরের মেয়ে হয়ে উঠতে জোরকদমে প্রচার চালাচ্ছেন সায়নী ঘোষও। অভিনয় জগতের গ্লামারকে দূরে সরিয়ে রেখে বেশ কয়েকদিন ধরেই রোদে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাঁকে। মানুষের দরজায় দরজায় ঘুরে কখনো বানাচ্ছেন দিদা স্পেশাল পুদিনার চাটনি, কখনো আবার হাতে তুলে নিচ্ছেন ক্রিকেট ব্যাট। উদ্দেশ্য একটাই, জনসংযোগ।  বিজেপি তৃণমূল দুই দলের প্রার্থীই কিন্তু একাধিক বার জড়িয়েছেন একাধিক বিতর্কে। সেসব ভুলিয়ে এখন আসানসোল কার দখলে যায় তা জানতেই মরিয়া রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =